Knowledge Sharer
ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
- Joined
- Jan 3, 2023
- Threads
- 1,141
- Comments
- 1,333
- Solutions
- 1
- Reactions
- 12,661
- Thread Author
- #1
১. ইমাম হাসান বাছরী (রহিমাহুল্লাহ) বলেছেন,
‘আমার নিকট এ বার্তা পৌঁছেছে যে, আল্লাহ তা‘আলা যখন কোন জাতির উপর অনুগ্রহ করেন তখন তাদের মধ্যে শোকর করার প্রতীতি জাগিয়ে দেন। যদি তারা শোকর করে তবে আল্লাহ তাদের নে‘মত বাড়িয়ে দিতে পারেন। আর যদি তারা অকৃতজ্ঞতা দেখায় তাহলে তাদের নেয়ামতকে আজাবে রূপান্তরিত করতে পারেন।’ - শুআবুল ঈমান, হা/৪৫৩৬
২. মুহাম্মাদ ইবনু কাব (রহিমাহুল্লাহ) বলেন,
‘শোকর হল, আল্লাহকে ভয় করা এবং তার আনুগত্যসূচক আমল করা।’ - তাফসীরে ত্বাবারী, ১০/৩৫৪ পৃঃ
৩. ইমাম ইবনুল কাইয়িম (রহিমাহুল্লাহ) বলেন,
‘বান্দার চলনে, বলনে আল্লাহর নেয়ামতের প্রকাশ হল এমন বিষয়, যা অন্তর থেকে বেরিয়ে আসে ও শরীরের যাবতীয় অঙ্গ-প্রত্যঙ্গের মাধ্যমে বিনয় ও আনুগত্য দিয়ে প্রকাশ পায়।’ - মাদারিসুস সালেকীন, ২/২৪৪ পৃঃ
৪. ইমামুল হারামাইন আবু আলী আল জুওয়াইনী (রহিমাহুল্লাহ) বলেন,
‘দুনিয়ার বিপদাপদ মূলত বান্দার পক্ষে শোকর আদায়ের বিষয়। এগুলোও প্রকৃতপক্ষে আল্লাহর নেয়ামত। তার প্রমাণ এই যে, বিপদাপদ বান্দার জন্য অনেক অনেক কল্যাণ, প্রচুর ছওয়াব ও মহৎ উদ্দেশ্য বয়ে আনে, যার তুলনায় আপতিতবালা-মুছীবত কিছুই না।’ - মানাবী, ফায়যুল ক্বাদীর, ২/১৩৩
- তাওহীদের ডাক, জুলাই-আগস্ট ২০১৮
‘আমার নিকট এ বার্তা পৌঁছেছে যে, আল্লাহ তা‘আলা যখন কোন জাতির উপর অনুগ্রহ করেন তখন তাদের মধ্যে শোকর করার প্রতীতি জাগিয়ে দেন। যদি তারা শোকর করে তবে আল্লাহ তাদের নে‘মত বাড়িয়ে দিতে পারেন। আর যদি তারা অকৃতজ্ঞতা দেখায় তাহলে তাদের নেয়ামতকে আজাবে রূপান্তরিত করতে পারেন।’ - শুআবুল ঈমান, হা/৪৫৩৬
২. মুহাম্মাদ ইবনু কাব (রহিমাহুল্লাহ) বলেন,
‘শোকর হল, আল্লাহকে ভয় করা এবং তার আনুগত্যসূচক আমল করা।’ - তাফসীরে ত্বাবারী, ১০/৩৫৪ পৃঃ
৩. ইমাম ইবনুল কাইয়িম (রহিমাহুল্লাহ) বলেন,
‘বান্দার চলনে, বলনে আল্লাহর নেয়ামতের প্রকাশ হল এমন বিষয়, যা অন্তর থেকে বেরিয়ে আসে ও শরীরের যাবতীয় অঙ্গ-প্রত্যঙ্গের মাধ্যমে বিনয় ও আনুগত্য দিয়ে প্রকাশ পায়।’ - মাদারিসুস সালেকীন, ২/২৪৪ পৃঃ
৪. ইমামুল হারামাইন আবু আলী আল জুওয়াইনী (রহিমাহুল্লাহ) বলেন,
‘দুনিয়ার বিপদাপদ মূলত বান্দার পক্ষে শোকর আদায়ের বিষয়। এগুলোও প্রকৃতপক্ষে আল্লাহর নেয়ামত। তার প্রমাণ এই যে, বিপদাপদ বান্দার জন্য অনেক অনেক কল্যাণ, প্রচুর ছওয়াব ও মহৎ উদ্দেশ্য বয়ে আনে, যার তুলনায় আপতিতবালা-মুছীবত কিছুই না।’ - মানাবী, ফায়যুল ক্বাদীর, ২/১৩৩
- তাওহীদের ডাক, জুলাই-আগস্ট ২০১৮
Last edited: