কোন ব্যক্তির প্রতি ঘৃণা প্রদর্শন করার জন্য তার প্রতীকী প্রতিমূর্তি তৈরি করে কুশপুত্তলিকা বানানো হয় এবং পোড়ানো হয়। এটা শরী‘আত সম্মত নয়। এটা বিধর্মীদের অপসংস্কৃতি। কারণ মানুষ বা প্রাণীর প্রতিমা, মূর্তি, প্রতিমূর্তি, প্রতিকৃতি ও ভাস্কর্য তৈরি করা বা নির্মাণ করা হারাম।
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, ‘(কিয়ামতের দিন) মানুষের মধ্যে সব থেকে শক্ত শাস্তি হবে তাদের, যারা ছবি তৈরি করে’ (সহীহ বুখারী, হা/৫৯৫০; সহীহ মুসলিম, হা/২১০৯)।
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আলী (রাযিয়াল্লাহ আনহু)-কে উদ্দেশ্য করে বলেন, ‘কোন উঁচু কবরকে মাটি বরাবর না করে আর কোন প্রতিকৃতি বা ছবিকে না মুছে ছাড়বে না’ (সহীহ মুসলিম, হা/৯৬৯; তিরমিযী, হা/১০৪৯)। অতএব এ ধরনের বিজাতীয় সংস্কৃতি বর্জন করা আবশ্যক।
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, ‘(কিয়ামতের দিন) মানুষের মধ্যে সব থেকে শক্ত শাস্তি হবে তাদের, যারা ছবি তৈরি করে’ (সহীহ বুখারী, হা/৫৯৫০; সহীহ মুসলিম, হা/২১০৯)।
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আলী (রাযিয়াল্লাহ আনহু)-কে উদ্দেশ্য করে বলেন, ‘কোন উঁচু কবরকে মাটি বরাবর না করে আর কোন প্রতিকৃতি বা ছবিকে না মুছে ছাড়বে না’ (সহীহ মুসলিম, হা/৯৬৯; তিরমিযী, হা/১০৪৯)। অতএব এ ধরনের বিজাতীয় সংস্কৃতি বর্জন করা আবশ্যক।
সূত্র: আল-ইখলাছ।
Last edited: