কুরবানী কুরবানীর পশুর বয়স কত বছর হলে কুরবানী করা যায়? পশুর দুধের দাঁত পড়ার পর নতুন দাঁত উঠা কি শর্ত?

Joined
Jul 24, 2023
Threads
520
Comments
533
Reactions
5,581
শরী‘আতে কুরবানীর পশুর বয়সের কথা বলা হয়নি।

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, ‘তোমরা দুধের দাঁত ভেঙ্গে নতুন দাঁত ওঠা (মুসিন্নাহ) পশু ব্যতীত যব্হ করো না (সহীহ মুসলিম, হা/১৯৬৩; মিশকাত, হা/১৪৫৫; বঙ্গানুবাদ মিশকাত, হা/১৩৭১, ৩/২২২ পৃ.)। এই হাদীস প্রমাণ করে যে, দুধের দাঁত ভেঙ্গে নতুন দাঁত ওঠা শর্ত।

উল্লেখ্য, চার ধরনের পশু কুরবানী করা নাজায়েয। যথা- স্পষ্ট খোঁড়া, স্পষ্ট কানা, স্পষ্ট রোগী ও জীর্ণশীর্ণ এবং অর্ধেক কানকাটা বা ছিদ্র করা ও অর্ধেক শিং ভাঙ্গা (মুওয়াত্ত্বা, হা/১৭৫৭; মিশকাত, হা/১৪৬৫; বঙ্গানুবাদ মিশকাত, হা/১৩৮১, ৩/২২৫ পৃ.)।


সূত্র: আল-ইখলাছ।​
 
Last edited:
Back
Top