• আসসালামু আলাইকুম, আগামী কয়েকদিনের মধ্যে আমাদের ফোরামে মেজর কিছু চেঞ্জ আসবে যার ফলে ফোরামে ১-৩ দিন মেইনটেনেন্স মুডে থাকবে। উক্ত সময়ে আপনাদের সকলকে ধৈর্য ধারণের অনুরোধ জানাচ্ছি।
‼️ পোস্টটি সুন্দরভাবে দেখতে এখানে ক্লিক করুন।‼️

কুরআন কুরআন তেলাওয়াতের সুন্নাতী আদব সমূহ কি কি? মাথা দুলিয়ে পড়া বিদ‘আত কি?

shipa

Inquisitive

Q&A Master
Salafi User
Threads
347
Comments
400
Reactions
1,880
Credits
2,412
কুরআন তেলাওয়াতের কতিপয় আদব হ’ল পবিত্রতা অর্জন করা (আবুদাঊদ হা/১৭; নাসাঈ হা/৩৮; মিশকাত হা/৪৬৭; ছহীহাহ হা/৮৩৪)। মিসওয়াক করা (ইবনু মাজাহ হা/২৯১; ছহীহাহ হা/১২১৩)। ক্বিবলামুখী হওয়া (আলে ইমরান ৩/১৯১)। তেলাওয়াতের শুরুতে আঊযুবিল্লাহ ও বিসমিল্লাহ পাঠ করা (নাহল ১৬/৯৮; শারহুল মুমতে‘ ৩/৩৩০)। বিনম্রভাবে তেলাওয়াত করা (বনু ইসরাঈল ১৭/১০৯)। রহমতের আয়াত আসলে তা চাওয়া এবং আযাবের আয়াত আসলে তা হ’তে পানাহ চাওয়া (মুসলিম হা/৭৭২; আবূদাঊদ হা/৮১৫; নাসাঈ হা/১৬৬৪)।

বড় অপবিত্রতায় কুরআন স্পর্শ না করা (ওয়াকি‘আহ ৫৬/৭৯; ছহীহুল জামে‘ হা/৭৭৮০; মিশকাত হা/৪৬৫)। তন্দ্রা অবস্থায় তেলাওয়াত না করা (মুসলিম হা/৭৮৭; আবূদাঊদ হা/১৩১১; ইবনু মাজাহ হা/১৩৭২) ইত্যাদি। আর কুরআন তেলাওয়াতের সময় কিছুটা দুলুনী আসতে পারে। আদব বিনষ্ট না হ’লে সামান্য দুলুনীতে বাধা নেই।

আত তাহরীক
 

Share this page