কুমন্তব্যের জবাবে আলী (রা:)

  • Thread Author
একদা আলী (রাদিআল্লাহু আনহু) কোথাও যাচ্ছিলেন। পথে এক ব্যক্তি অকারণে তাঁর সম্পর্কে কুমন্তব্য করতে লাগল। তিনি লোকটার কাছে গিয়ে বললেন,'ভাই! আমার সম্পর্কে তুমি যা কিছু বললে তা যদি সত্য হয়, তাহলে আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন। আর যদি তোমার এ সব কথা মিথ্যা হয়, তাহলে আল্লাহ যেন তোমাকে ক্ষমা করেন।'

[সুখের সন্ধান, শাইখ আবদুল হামীদ ফাইজী আল মাদানী]
 
Back
Top