কুফরির রয়েছে চারটি স্তম্ভ।অহংকার, হিংসা, ক্রোধ এবং লালসা।

Joined
Feb 23, 2023
Threads
367
Comments
419
Reactions
2,108
ইমাম ইবনুল কাইয়্যেম রাহিমাহুল্লাহ বলেন,

أركان الكفر أربعة: الكبر والحسد والغضب والشهوة فالكبر يمنعه الانقياد، والحسد يمنعه قبول النصيحة وبذلها ، والغضب يمنعه العدل، والشهوة تمنعه التفرغ للعبادة. فإذا انهدم ركن الكبر سهل عليه الانقياد، وإذا انهدم ركن الحسد سهل عليه قبول النصح وبذله ، وإذا انهدم ركن الغضب سهل عليه العدل والتواضع ، وإذا انهدم ركن الشهوة سهل عليه الصبر والعفاف والعبادة. وزوال الجبال عن أماكنها أيسر من زوال هذه الأربعة عمن بلي بها​

"অধ্যায়: কুফরির রয়েছে চারটি স্তম্ভ:অহংকার, হিংসা, ক্রোধ এবং লালসা।

অহংকার বশ্যতা স্বীকারে বাধা দেয়, হিংসা উপদেশ গ্রহণ ও প্রদান থেকে বিরত রাখে, ক্রোধ তাকে ন্যায়পরায়ণ হতে বাধা দেয় এবং লালসা তাকে ইবাদতে আত্মনিয়োগ করতে বাধা দেয়।
তাই যদি অহংকারের স্তম্ভটি ধ্বংস করা যায় তবে তার জন্য বশ্যতা স্বীকার করা সহজ হয়।
যদি হিংসা স্তম্ভটি বিনষ্ট হয়, তার পক্ষে উপদেশ গ্রহণ করা এবং তা প্রদান করা সহজ হয়।
ক্রোধের স্তম্ভকে ধ্বংস করা হলে তার পক্ষে ন্যায়বিচার ও নম্রতা অর্জন করা সহজ হয় এবং যদি সে লালসার স্তম্ভ ধ্বংস করতে পারে তবে তার ধৈর্য ধারণ, পবিত্র থাকা, ইবাদত করা সহজ হবে।
আর এভাবেই এ বাঁধার পাহাড়গুলোকে তাদের জায়গা থেকে অপসারণ তার জন্য সহজ হবে।" [আল-ফাওয়াইদ, পৃষ্ঠা ১৫]

- শাইখ ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া (হাফিজাহুল্লাহ)
 
Back
Top