FAQ কীভাবে ক্রেডিট ট্র্যান্সফার / ডোনেট করবেন?

SalafiForum

Administrator

Forum Staff
Moderator
Generous
Salafi User
Joined
Nov 29, 2022
Threads
35
Comments
258
Solutions
3
Reactions
2,453
আসসালামু আলাইকুম প্রিয় পাঠক,
আজকে আমাদের ফোরামে নতুন একটি সিস্টেম যোগ করা হয়েছে যার মাধ্যমে আপনি চাইলে আপনার অর্জনকরা ক্রেডিটগুলো আপনার বন্ধুদের কিংবা ফোরামের ইউজারদের সাথে শেয়ার করতে পারবেন।

যারা আমাদের ফোরাম নিয়মিত ব্যবহার করেন তারা অলরেডি জানেন যে ক্রেডিট স্টিস্টেম কি এবং এটা কীভাবে কাজ করে

আর যারা জানেন না তারা আমাদের এই ক্রেডিট সিস্টেম কি ও ক্রেডিট কীভাবে অর্জন করবেন? পোস্টটি পড়ে নিলেই জানতে পারবেন যে ক্রেডিট সিস্টেম কি/ কীভাবে ক্রেডিট অর্জন করবেন আর এটা কি কাজে লাগে।

যাইহোক চলুন ক্রেডিট ডোনেশনের বিষয়ে কিছু আইডিয়া শেয়ার করি, আমাদের ফোরামে হাদিয়া সেকশনের আন্ডারে আরেকটি সেকশন যোগ করা হয়েছে যার নাম Credit Giveaways

💰 500 Credit Giveaways [DEMO TEMPLATE] - এখানে আমি একটি ডেমো পোস্ট দিচ্ছি যেটাকে আপনি কপি পেস্ট করে আপনার মতো করে শর্ত দিয়ে পোস্ট করতে পারবেন।

এবার আসুন কীভাবে আপনি ডোনেট করবেন - ইউজারের প্রোফাইলে গিয়ে ক্রেডিট সংখ্যাতে ক্লিক করুন -

1707660939517.png


তারপর উপর থেকে মার্ক করা Donate বাটনে ক্লিক করলেই অপশন দেখতে পাবেন।

1707661058414.png

মনে রাখবেন ডোনেটের ১০% ট্র্যান্সফার ফি কেটে রেখে দেওয়া হবে আর ৯০% ইউজারকে দেওয়া হবে।
সহজ কথায় আপনি ১০ ক্রেডিট ডোনেট/গিফট করলে যাকে গিফট করবেন সে ৯ ক্রেডিট পাবে। আপনি যদি চান সে ১০ ক্রেডিটই পাবে সেক্ষেত্রে আপনি ১২ ক্রেডিট কিংবা ১১.১১ ক্রেডিট পাঠাতে পারেন।

আশাকরি সবাই বিষয়টা বুজতে পেরেছেন, আর কোনো বিষয়ে কনফিউজড থাকলে ফোরামে আমাদের মডারেটোরদের ম্যসেজ দিয়ে কিংবা ফোরামে পোস্ট করে হেল্প চাইতে পারেন।

জাযাকুমুল্লাহু খাইরান।



 
Similar threads Most view View more
Back
Top