Salafi
Salafi User
- Joined
- Jun 16, 2023
- Threads
- 70
- Comments
- 97
- Reactions
- 1,067
- Thread Author
- #1
"কিন্তু অমুক ভ্রান্ত আলেম তো নিজেকে সালাফি দাবি করে! তাই তাকে সালাফি বলতে হবে, বিদআতী বলা যাবে না।"
আল্লামাহ মুজাহিদ রাবী আল মাদখালি (হাফিযাহুল্লাহ) বলেন,
তুমি দেখতে পাবে যে অনেক বিদআতী ব্যক্তিরা নিজেদের সালাফী হিসেবে দাবি করে, এবং তারা এ দাবি অত্যন্ত জোরেশোরে ও উদ্দামভাবে করে থাকে; তারা তোমাকে সালাফিয়াত থেকে দূরে সড়িয়ে দিতে চায়। এদেরকে তুমি বিশ্বাস করবে না। বরং তুমি সমগ্র দুনিয়ার মুসলিমদের মধ্যেও কিছু বেশধারী গুপ্তচর পাবে, যারা ইসলামের নামে কাজ করে। এটি একটি জ্ঞাত বিষয়। তবে বুদ্ধিমান মানুষরা এদেরকে চিনতে পারে। বুদ্ধিমান ব্যক্তিরা তাদের আচার-আচরণ, তাদের অবস্থান ও তাদের সিদ্ধান্তের মাধ্যমে তাদেরকে চিহ্নিত করে ফেলতে পারে, বিভিন্ন প্রমাণ ও নিদর্শনের আলোকে।
فأنت تجد كثيرا من أهل البدع يدعون السلفية بل يدعونها بحماسة وقوة -ويدفعونك عنها، هؤلاء لا تأمنهم، بل تجد في المسلمين في الدنيا كلها أناسا مدسوسين، وباسم الإسلام، هذا أمر معروف، لكن الأذكياء يعرفون هؤلاء يعرفونهم من تصرفاتهم، من مواقفهم، ومن أحكامهم، بقرائن وأدلة.
মাজমু' কুতুব ওয়া রাসায়েল ওয়া ফাতাওয়া ফাদ্বিলাতিশ শাইখ আল্লামা রাবী বিন হাদী উমাইর আল মাদখালি, ১৪/১৮২
শায়েখ রাবী অন্যত্র বলেন,
"তারা কীভাবে নিজেদের সালাফী বলে দাবি করে, অথচ তাদের অবস্থা এমন? তাদের এই মানহাজ অনুসারে তো পথভ্রষ্ট লোকদের নেতৃবর্গ ও ইমামগণও সালাফীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে! আর যারা যথার্থভাবে তাদের সমালোচনা করে, তারাও পথভ্রষ্ট বলে গণ্য হবে! হে এই ব্যক্তি, তুমি তো আহলুস সুন্নাহর বিরুদ্ধে যুদ্ধ করছ, আহলুল বিদআহ এর প্রশংসা করছো, তাদেরকে গৌরবমান্বিত করছো, তাদের বইয়ের দিকে মানুষকে আহ্বান করছ, আর হকপন্থী কিতাবাগুলোর বিরুদ্ধে যুদ্ধ করছো; অথচ বলছ যে তুমি সালাফী?!"
"হে ভাইরা! তোমাদের বিবেক কোথায়? কুরআনের ফয়সালা মানো, সুন্নাহর ফয়সালা মানো, স্পষ্ট বিবেকের ফয়সালা মানো। নিশ্চয় সুস্পষ্ট আক্বল সঠিক নাক্বল (ওহী) এর সাথে সংঘাত করে না। এইসব বিষয় ও ফতোয়াগুলোতে তোমার সুস্থ বিবেকের ফয়সালা গ্রহণ কর, তাহলে ইনশাআল্লাহ তুমি দেখতে পাবে কারা হিদায়াত ও তাকওয়ার অধিকারী। আর তুমি চিনে যাবে কারা প্রবৃত্তির অনুসারী, পথভ্রষ্ট ও বাতিলকে সমর্থনকারী এবং যাদের উপর ইবনুল কাইয়্যিম, ইবনে তাইমিয়া ও ইমামগণের বাণী সম্পূর্ণভাবে প্রযোজ্য। তারা সেই দল, যারা ‘আল্লাহ সম্পর্কে জ্ঞান ছাড়াই কথা বলার পাপিষ্ঠ শ্রেণীতে ঢুকে পড়েছে।"
كيف يقولون إنهم سلفيون وهذا حالهم؟
وعلى منهجهم هذا يصبح رءوس أهل الضلال من السلف وأئمتهم ومن ينتقدهم بحق من أهل الضلال، يا هذا أنت تحارب أهل السنة وتمجد أهل البدع وتلمعهم وتدعو إلى كتبهم، وتحارب كتب الحق وتقول إنك سلفي ؟!
أين عقولكم يا إخوة؟ حكموا القرآن وحكموا السنة وحكموا العقل الصريح؛ فإن العقل الصريح لا يتعارض مع النقل الصحيح، حكم عقلك الصحيح في هذه القضايا والفتاوى وسترى من هم أهل الهدى وأهل التقى إن شاء الله، وسترى من هم أهل الأهواء وأهل الانحراف والمؤيدون للباطل ومن ينطبق عليه كلام ابن القيم وابن تيمية والأئمة، من الذين وقعوا في باب القول على الله بلا علم،
মাজমু' কুতুব ওয়া রাসায়েল ওয়া ফাতাওয়া ফাদ্বিলাতিশ শাইখ আল্লামা রাবী বিন হাদী উমাইর আল মাদখালি, ১৪/১৮৯
অনুবাদ ও লেখা: সাফিন চৌধুরী
জয়েন টেলিগ্রাম: ideology of salaf
আল্লামাহ মুজাহিদ রাবী আল মাদখালি (হাফিযাহুল্লাহ) বলেন,
তুমি দেখতে পাবে যে অনেক বিদআতী ব্যক্তিরা নিজেদের সালাফী হিসেবে দাবি করে, এবং তারা এ দাবি অত্যন্ত জোরেশোরে ও উদ্দামভাবে করে থাকে; তারা তোমাকে সালাফিয়াত থেকে দূরে সড়িয়ে দিতে চায়। এদেরকে তুমি বিশ্বাস করবে না। বরং তুমি সমগ্র দুনিয়ার মুসলিমদের মধ্যেও কিছু বেশধারী গুপ্তচর পাবে, যারা ইসলামের নামে কাজ করে। এটি একটি জ্ঞাত বিষয়। তবে বুদ্ধিমান মানুষরা এদেরকে চিনতে পারে। বুদ্ধিমান ব্যক্তিরা তাদের আচার-আচরণ, তাদের অবস্থান ও তাদের সিদ্ধান্তের মাধ্যমে তাদেরকে চিহ্নিত করে ফেলতে পারে, বিভিন্ন প্রমাণ ও নিদর্শনের আলোকে।
فأنت تجد كثيرا من أهل البدع يدعون السلفية بل يدعونها بحماسة وقوة -ويدفعونك عنها، هؤلاء لا تأمنهم، بل تجد في المسلمين في الدنيا كلها أناسا مدسوسين، وباسم الإسلام، هذا أمر معروف، لكن الأذكياء يعرفون هؤلاء يعرفونهم من تصرفاتهم، من مواقفهم، ومن أحكامهم، بقرائن وأدلة.
মাজমু' কুতুব ওয়া রাসায়েল ওয়া ফাতাওয়া ফাদ্বিলাতিশ শাইখ আল্লামা রাবী বিন হাদী উমাইর আল মাদখালি, ১৪/১৮২
শায়েখ রাবী অন্যত্র বলেন,
"তারা কীভাবে নিজেদের সালাফী বলে দাবি করে, অথচ তাদের অবস্থা এমন? তাদের এই মানহাজ অনুসারে তো পথভ্রষ্ট লোকদের নেতৃবর্গ ও ইমামগণও সালাফীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে! আর যারা যথার্থভাবে তাদের সমালোচনা করে, তারাও পথভ্রষ্ট বলে গণ্য হবে! হে এই ব্যক্তি, তুমি তো আহলুস সুন্নাহর বিরুদ্ধে যুদ্ধ করছ, আহলুল বিদআহ এর প্রশংসা করছো, তাদেরকে গৌরবমান্বিত করছো, তাদের বইয়ের দিকে মানুষকে আহ্বান করছ, আর হকপন্থী কিতাবাগুলোর বিরুদ্ধে যুদ্ধ করছো; অথচ বলছ যে তুমি সালাফী?!"
"হে ভাইরা! তোমাদের বিবেক কোথায়? কুরআনের ফয়সালা মানো, সুন্নাহর ফয়সালা মানো, স্পষ্ট বিবেকের ফয়সালা মানো। নিশ্চয় সুস্পষ্ট আক্বল সঠিক নাক্বল (ওহী) এর সাথে সংঘাত করে না। এইসব বিষয় ও ফতোয়াগুলোতে তোমার সুস্থ বিবেকের ফয়সালা গ্রহণ কর, তাহলে ইনশাআল্লাহ তুমি দেখতে পাবে কারা হিদায়াত ও তাকওয়ার অধিকারী। আর তুমি চিনে যাবে কারা প্রবৃত্তির অনুসারী, পথভ্রষ্ট ও বাতিলকে সমর্থনকারী এবং যাদের উপর ইবনুল কাইয়্যিম, ইবনে তাইমিয়া ও ইমামগণের বাণী সম্পূর্ণভাবে প্রযোজ্য। তারা সেই দল, যারা ‘আল্লাহ সম্পর্কে জ্ঞান ছাড়াই কথা বলার পাপিষ্ঠ শ্রেণীতে ঢুকে পড়েছে।"
كيف يقولون إنهم سلفيون وهذا حالهم؟
وعلى منهجهم هذا يصبح رءوس أهل الضلال من السلف وأئمتهم ومن ينتقدهم بحق من أهل الضلال، يا هذا أنت تحارب أهل السنة وتمجد أهل البدع وتلمعهم وتدعو إلى كتبهم، وتحارب كتب الحق وتقول إنك سلفي ؟!
أين عقولكم يا إخوة؟ حكموا القرآن وحكموا السنة وحكموا العقل الصريح؛ فإن العقل الصريح لا يتعارض مع النقل الصحيح، حكم عقلك الصحيح في هذه القضايا والفتاوى وسترى من هم أهل الهدى وأهل التقى إن شاء الله، وسترى من هم أهل الأهواء وأهل الانحراف والمؤيدون للباطل ومن ينطبق عليه كلام ابن القيم وابن تيمية والأئمة، من الذين وقعوا في باب القول على الله بلا علم،
মাজমু' কুতুব ওয়া রাসায়েল ওয়া ফাতাওয়া ফাদ্বিলাতিশ শাইখ আল্লামা রাবী বিন হাদী উমাইর আল মাদখালি, ১৪/১৮৯
অনুবাদ ও লেখা: সাফিন চৌধুরী
জয়েন টেলিগ্রাম: ideology of salaf