উত্তর : এক্ষেত্রে কিছুই করণীয় নেই। এজন্য কোনরূপ ছাদাক্বা দেওয়ার প্রয়োজন নেই। আর যেসব স্বপ্ন ব্যাখ্যাসাপেক্ষ নয়, সেগুলি মনের কল্পনা মাত্র।
রাসূলুল্লাহ (ﷺ) বলেন, মানুষের স্বপ্ন তিন ধরনের হয়ে থাকে (ক) ভাল স্বপ্ন, যা আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ বহন করে (খ) কষ্টদায়ক স্বপ্ন, যা শয়তানের পক্ষ থেকে হয় (গ) মনের কল্পনা, যা স্বপ্নে দেখা যায় (মুসলিম হা/২২৬৩)।
তবে রাসূল (ﷺ) অনেক স্বপ্নের ব্যাখ্যা বলে দিতেন (বুখারী হা/৭০৪৬; মুসলিম হা/২২৬৯; মিশকাত হা/৪৬২২)।
রাসূলুল্লাহ (ﷺ) বলেন, মানুষের স্বপ্ন তিন ধরনের হয়ে থাকে (ক) ভাল স্বপ্ন, যা আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ বহন করে (খ) কষ্টদায়ক স্বপ্ন, যা শয়তানের পক্ষ থেকে হয় (গ) মনের কল্পনা, যা স্বপ্নে দেখা যায় (মুসলিম হা/২২৬৩)।
তবে রাসূল (ﷺ) অনেক স্বপ্নের ব্যাখ্যা বলে দিতেন (বুখারী হা/৭০৪৬; মুসলিম হা/২২৬৯; মিশকাত হা/৪৬২২)।
সূত্র: আত-তাহরীক।
Last edited: