প্রশ্নোত্তর আমার এক বন্ধু বলেছে যে, মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) না-কি নূরের তৈরি এবং তিনি না-কি সবকিছু সৃষ্টির আগে তৈরি হয়েছেন। তার

Joined
Jul 24, 2023
Threads
520
Comments
533
Reactions
5,580
অন্যান্য আদম সন্তানের ন্যায় মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)ও একজন মাটির তৈরি মানুষ, তিনি নূরের তৈরি নন। এটাই সঠিক আক্বীদা এবং সালাফে ছালেহীন সাহাবায়ে কেরামের আক্বীদা। আল্লাহ তা‘আলা বলেন, ‘আপনি বলুন! আমি তো তোমাদের মতই একজন মানুষ, আমার প্রতি প্রত্যাদেশ হয় যে, তোমাদের মা‘বূদ একজন’ (সূরা আল-কাহ্ফ : ১১০)।
উক্ত আয়াত ছাড়াও আরো আয়াত দ্বারা প্রমাণিত হয় যে, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) একজন মানুষ (সূরা বানী ইসরাঈল : ৯৩; সূরা হা-মীম সিজদা : ৬)।
আর মানুষ মাটির তৈরি। আল্লাহ তা‘আলা বলেন, ‘আর তাঁর নিদর্শন সমূহের মধ্যে হচ্ছে- তিনি তোমাদেরকে মাটি হতে সৃষ্টি করেছেন। অতঃপর তোমরা মানুষ হিসাবে ছড়িয়ে গেছ’ (সূরা আর-রূম : ২০)।
হাদীসেও বহু স্থানে বলা হয়েছে যে, মানুষ মাটির তৈরি (সহীহ মুসলিম, হা/২৯৯৬, (ইফাবা হা/৭২২৫), ‘যুহদ’ অধ্যায়, অনুচ্ছেদ-১১; তিরমিযী, হা/৩২৭০, ২/১৬৩ পৃ.; মিশকাত, হা/৫৭০১)।

সবকিছু সৃষ্টির আগে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে সৃষ্টি করা হয়েছে, এ ব্যাপারে যে বর্ণনাগুলো আছে সেগুলো ভিত্তিহীন, বানোয়াট এবং মুহাদ্দিছগণের ঐকমত্যে সবই মিথ্যা অপবাদ (আল-আছারুল মারফূ‘আহ ফিল আখবারিল মাওযূ‘আহ, পৃ. ৪৩; সিলসিলাতুল আহাদীসিল ওয়াহেয়াহ, পৃ. ১৫৭; সিলসিলা সহীহাহ হা/৪৫৮-এর আলোচনা দ্র.)। বরং সর্ব প্রথম কলম সৃষ্টি করেছেন (আবূ দাঊদ, হা/৪৭০০; তিরমিযী, হা/২১৫৫, ৩৩১৯; মিশকাত, হা/৯৪; সনদ সহীহ, সহীহুল জামে‘, হা/২০১৭)।



সূত্র: আল-ইখলাছ।​
 
Last edited:
Similar threads Most view View more
Back
Top