সালাফী আকিদা ও মানহাজে - Salafi Forum

Salafi Forum হচ্ছে সালাফী ও সালাফদের আকিদা, মানহাজ শিক্ষায় নিবেদিত একটি সমৃদ্ধ অনলাইন কমিউনিটি ফোরাম। জ্ঞানগর্ভ আলোচনায় নিযুক্ত হউন, সালাফী আলেমদের দিকনির্দেশনা অনুসন্ধান করুন। আপনার ইলম প্রসারিত করুন, আপনার ঈমানকে শক্তিশালী করুন এবং সালাফিদের সাথে দ্বীনি সম্পর্ক গড়ে তুলুন। বিশুদ্ধ আকিদা ও মানহাজের জ্ঞান অর্জন করতে, ও সালাফীদের দৃষ্টিভঙ্গি শেয়ার করতে এবং ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনাকে আলিঙ্গন করতে আজই আমাদের সাথে যোগ দিন।

হাদিস ও হাদিসের ব্যাখ্যা কালো পতাকাবাহীর সাথে ইমাম মাহদীর আগমন সংক্রান্ত হাদীস

Golam Rabby

Knowledge Sharer

ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
Top Active User
Threads
849
Comments
998
Reactions
9,473
Credits
4,277
খোরাসান থেকে কালো পতাকার অশ্বারোহীরদের সাথে ইমাম মাহদির আগমণ সংক্রান্ত হাদিসটি সহিহ নয়:

عن ثوبان قال : إذا رأيتم الرايات السود خرجت من قبل خراسان فأتوها ولو حبوا فإن فيها خليفة الله المهدي ، هذا حديث صحيح على شرط الشيخين ولم يخرجاه.

অর্থঃ হযরত সাওবান (রাঃ) থেকে বর্ণিত, রাসূল (সাঃ) বলেছেন, যখন তোমরা দেখতে পাবে যে, কালো পতাকার (অশ্বারোহী) সৈন্যদলটি গোরাসানের দিক থেকে (সিরিয়াভিমুখে জিহাদের উদ্দেশ্যে) রণযাত্রা করছে তখন তোমরা (যোগদানের উদ্দেশ্যে) তাদের সাথে মিলিত হয়ে যাবে। যদিও বরফের উপর হামাগুড়ি দিয়ে যেতে হয়। কেননা তাদের মধ্যে থাকবেন আল্লাহ’র খলিফা “মাহদী“।

এ হাদিসটিকে যে সকল মুহাদ্দিস যঈফ বলেছেন তারা হলেন:

১) ইমাম যাহাবী (মিযানুল ইতিদাল ৩/১২৮),

২) ইবনুল কাইয়েম (আল মানারুল মুনিফ ১১৫ পৃ:),

৩) ইবনুল জাউযী (আল মাউযুআত ২/২২৮)।

তিনি বলেছেন: এর কোন ভিত্তি নাই। অর্থাৎ বানোয়াট।

৪) ইবনুল কায়সারানী (যাখিরাতুল হুফফায ১/৩১৮)

৫) আলবানী রহ. (যঈফুল জামে ৫০৬ পৃ:)

৬) শুআইব আরনায়ূত (তাখরীজুল মুসনাদ হা/২২৩৮৬৭)

– শাইখ আব্দুল্লাহহীল হাদী বিন আব্দুল জলীল (দাঈ, জুবাইল দাওয়া সেন্টার, সৌদি আরব)
 
Top