কার সাথে বন্ধুত্ব করব?
শাইখ মুহাম্মাদ বিন উমার বাযমূল
সে আমাকে বললঃ আমি কার সাথে বন্ধুত্ব করব?
আমি বললামঃ উত্তম মানুষদের, যারা আহলুস সুন্নাহ এবং সালাফী মানহাজে চলে।
সুতরাং, কারো সালাত দেখে ধোঁকা খেয়ো না। সোমবার, বৃহস্পতিবার, আইয়্যামে বীযের সিয়াম দেখে তাজ্জব হয়ো না।
রাতের তাহাজ্জুদ পড়া দেখে টাশকা মেরে যেয়ো না।
তার লম্বা শশ্রু দাড়ি ও টাখনুর উপরের কাপর দেখে ক্রাশ খেয়ো না।
বরং তার অবস্থা সুন্নাহ এবং (সালাফী) মানহাজের সাথে মিলাও।
তুমি কি জানো না, খারেজীদের গুণাবলীর মাঝে এটাও এসেছেঃ "তোমাদের কেউ নিজের সালাতকে তাদের সালাতের তুলনায় তুচ্ছ জ্ঞান করবে। সিয়ামকে তাদের সিয়ামের তুলনায় নিতান্তই অস্তিত্বহীন মনে করবে।
কিন্তু তারা দ্বীন থেকে এমনভাবে বেরিয়ে যাবে, যেমনভাবে তীর শিকারের শরীর ভেদ করে বেরিয়ে যায়; আর ফিরে আসে না।"
যখন দেখবে, কারো সম্পর্কে বলা হচ্ছেঃ অমুক জামী অথবা মাদখালী; তুমি জেনে রেখ, সে সঠিক মানহাজের উপর আছে। তার সাথেই বন্ধুত্ব কর।
যখন কারো ব্যাপারে বলতে শুনবেঃ অমুক দরবারি আলেমদের সাথে উঠাবসা করে, মদীনার শায়খদের সাথে সম্পর্ক রাখে; মনে রেখো, সে সুন্নাহ ও মানহাজের উপর আছে। সুতরাং, তার সাথেই মিল জুড়ে দাও।
সতর্ক থেকো। আর খেয়াল রেখোঃ "মানুষ তার বন্ধুর আদর্শে গড়ে উঠে। সুতরাং তার বন্ধু নির্বাচনের সময় এ বিষয়ে খেয়াল রাখা উচিত, সে কাকে বন্ধু নির্বাচন করছে।"
যখনই তুমি কারো ব্যাপারে শুনবেঃ অমুক মাদখালী বা জামী বা দরবারি; আমি তোমাকে নসীহত করছি: তুমি তার সাথেই বন্ধুত্ব করো।
(শায়খের পেজ থেকে)