If you're in doubt ask الله.
Forum Staff
Moderator
Generous
ilm Seeker
Uploader
Exposer
HistoryLover
Q&A Master
Salafi User
কাবীরা গুনাহ: এমন প্রত্যেক আল্লাহর অবাধ্যতামূলক কাজ যাতে দুনিয়াতে শাস্তির বিধান রয়েছে। যেমন- হত্যা করা, ব্যভিচার করা, চুরি করা ইত্যাদি অথবা আখিরাতে শান্তির ভয় দেখানো হয়েছে অথবা আল্লাহর ক্রোধে নিপতিত হবে এমন কথা বলা হয়েছে অথবা যে কাজের জন্য আল্লাহ ও তার রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অভিসম্পাত করেছেন।
সগীরা গুনাহ: কাবীরা গুনাহ ছাড়া প্রত্যেক পাপকাজই সগীরা গুনাহ। যেমন-ছোট-খাট দোষ-ত্রুটি। আল্লাহ তা'আলা বলেন,
আর আসমান সমূহে যা রয়েছে এবং যমীনে যা রয়েছে, তা আল্লাহরই। যাতে তিনি তাদের কাজের প্রতিফল দিতে পারেন যারা মন্দ কাজ করে। আর তাদেরকে তিনি উত্তম পুরস্কার দিতে পারেন যারা সৎকর্ম করে, যারা ছোট খাট দোষ-ত্রুটি ছাড়া বড় বড় পাপ ও অশ্লীল কার্যকলাপ থেকে বিরত থাকে। নিশ্চয় তোমার রব ক্ষমার ব্যাপারে উদার, তিনি তোমাদের ব্যাপারে সম্যক অবগত। যখন তিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন এবং যখন তোমরা তোমাদের মাতৃগর্ভে ভ্রূণরূপে ছিলে। কাজেই তোমরা আত্মপ্রশংসা করো না। কে তাকওয়া অবলম্বন করেছে, সে সম্পর্কে তিনিই সম্যক অবগত (সূরা আন নাজম ৫৩:৩১- ৩২)।
আল্লাহ তা'আলা ওয়াদা দিয়েছেন যে, কাবীরা গুনাহ থেকে মুক্ত থাকলে সগীরা গুনাহ মাফ করে দেয়া হবে। আল্লাহ তা'আলা বলেন,
তোমরা যদি সেসব কবীরাগুনাহ পরিহার করো, যা থেকে তোমাদের বারণ করা হয়েছে, তাহলে আমি তোমাদের গুনাহসমূহ ক্ষমা করে দেব এবং তোমাদেরকে প্রবেশ করাব সম্মানজনক প্রবেশস্থলে (সূরা আন নিসা ৪:৩১ )।
সগীরা গুনাহ: কাবীরা গুনাহ ছাড়া প্রত্যেক পাপকাজই সগীরা গুনাহ। যেমন-ছোট-খাট দোষ-ত্রুটি। আল্লাহ তা'আলা বলেন,
আর আসমান সমূহে যা রয়েছে এবং যমীনে যা রয়েছে, তা আল্লাহরই। যাতে তিনি তাদের কাজের প্রতিফল দিতে পারেন যারা মন্দ কাজ করে। আর তাদেরকে তিনি উত্তম পুরস্কার দিতে পারেন যারা সৎকর্ম করে, যারা ছোট খাট দোষ-ত্রুটি ছাড়া বড় বড় পাপ ও অশ্লীল কার্যকলাপ থেকে বিরত থাকে। নিশ্চয় তোমার রব ক্ষমার ব্যাপারে উদার, তিনি তোমাদের ব্যাপারে সম্যক অবগত। যখন তিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন এবং যখন তোমরা তোমাদের মাতৃগর্ভে ভ্রূণরূপে ছিলে। কাজেই তোমরা আত্মপ্রশংসা করো না। কে তাকওয়া অবলম্বন করেছে, সে সম্পর্কে তিনিই সম্যক অবগত (সূরা আন নাজম ৫৩:৩১- ৩২)।
আল্লাহ তা'আলা ওয়াদা দিয়েছেন যে, কাবীরা গুনাহ থেকে মুক্ত থাকলে সগীরা গুনাহ মাফ করে দেয়া হবে। আল্লাহ তা'আলা বলেন,
তোমরা যদি সেসব কবীরাগুনাহ পরিহার করো, যা থেকে তোমাদের বারণ করা হয়েছে, তাহলে আমি তোমাদের গুনাহসমূহ ক্ষমা করে দেব এবং তোমাদেরকে প্রবেশ করাব সম্মানজনক প্রবেশস্থলে (সূরা আন নিসা ৪:৩১ )।