- Joined
- Jan 3, 2023
- Threads
- 756
- Comments
- 903
- Reactions
- 7,997
- Thread Author
- #1
• সবসময় চোখের হিফাযত করে চলবে। এতে মনোযোগ ও একাগ্রতা বৃদ্ধি পাবে।
• সর্বদা পরিমিত কথা বলবে। তোমার জ্ঞান ও প্রজ্ঞা বেড়ে যাবে।
• পেট পুরে খাবে না কখনো। বেশি খেলে ইবাদতে মন বসে না, অলসতা চলে আসে।
• অন্যের দোষ খুঁজে বেড়াবে না। এতে নিজের দোষগুলো নিয়ে চিন্তাভাবনার সুযোগ পাবে।
• কখনো আল্লাহর সত্তা নিয়ে চিন্তা করবে না। নয়তো সংশয় ও সন্দেহ খুব সহজেই তোমাকে গ্রাস করে ফেলবে।
— ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারাক (রাহিমাহুল্লাহ)
[তামবিহুল মুখতারীন, পৃষ্ঠা : ৮৮]
• সর্বদা পরিমিত কথা বলবে। তোমার জ্ঞান ও প্রজ্ঞা বেড়ে যাবে।
• পেট পুরে খাবে না কখনো। বেশি খেলে ইবাদতে মন বসে না, অলসতা চলে আসে।
• অন্যের দোষ খুঁজে বেড়াবে না। এতে নিজের দোষগুলো নিয়ে চিন্তাভাবনার সুযোগ পাবে।
• কখনো আল্লাহর সত্তা নিয়ে চিন্তা করবে না। নয়তো সংশয় ও সন্দেহ খুব সহজেই তোমাকে গ্রাস করে ফেলবে।
— ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারাক (রাহিমাহুল্লাহ)
[তামবিহুল মুখতারীন, পৃষ্ঠা : ৮৮]