‼️ পোস্টটি সুন্দরভাবে দেখতে এখানে ক্লিক করুন।‼️

ফাযায়েলে আমল কন্যা সন্তান কিংবা নিজের বোনকে যথাযথ প্রতিপালনের ফজিলত

Threads
1
Comments
1
Reactions
10
Credits
5
عَنْ أَنَسٍ له قَالَ قَالَ رَسُولُ اللهِ ﷺ مَنْ عَالَ ابْنَتَيْنِ أَوْ ثَلَاثَ بَنَاتٍ أَوْ أُحْتَيْنِ وسطى أَوْ ثَلاثَ أَخَوَاتٍ حَتَّى يَمُتَنَ أَوْ يَمُوتَ عَنْهُنَّ كُنْتُ أَنَا وَهُوَ كَهَاتَيْنِ وَأَشَارُ بِأَصْبُعَيْهِ السَّبَّابَةِ وَالْوُسْطَى.​


আনাস (রাঃ) বলেন, রাসূল (ﷺ) বলেছেন,

যে ব্যক্তি দু'টি অথবা তিনটি কন্যা সন্তান, কিংবা দু'টি অথবা তিনটি বোন তাদের মৃত্যু অথবা বিবাহ কিংবা সাবালিকা হওয়া পর্যন্ত বা ঐ ব্যক্তির মৃত্যু পর্যন্ত যথার্থ প্রতিপালন করে

সে ব্যক্তি আর আমি ক্বিয়ামতের দিন একসাথে থাকব। এই বলে তিনি ইশারা করলেন তার তর্জনী ও মধ্যমা অঙ্গুলিদ্বয়ের দিকে।
(মুসনাদে আহমাদ হা/১২৫২০; সিলসিলা ছহীহাহ হা/২৯৬, সনদ ছহীহ।)
 

Share this page