সালাফী আকিদা ও মানহাজে - Salafi Forum

Salafi Forum হচ্ছে সালাফী ও সালাফদের আকিদা, মানহাজ শিক্ষায় নিবেদিত একটি সমৃদ্ধ অনলাইন কমিউনিটি ফোরাম। জ্ঞানগর্ভ আলোচনায় নিযুক্ত হউন, সালাফী আলেমদের দিকনির্দেশনা অনুসন্ধান করুন। আপনার ইলম প্রসারিত করুন, আপনার ঈমানকে শক্তিশালী করুন এবং সালাফিদের সাথে দ্বীনি সম্পর্ক গড়ে তুলুন। বিশুদ্ধ আকিদা ও মানহাজের জ্ঞান অর্জন করতে, ও সালাফীদের দৃষ্টিভঙ্গি শেয়ার করতে এবং ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনাকে আলিঙ্গন করতে আজই আমাদের সাথে যোগ দিন।

ফাযায়েলে আমল কন্যা সন্তান কিংবা নিজের বোনকে যথাযথ প্রতিপালনের ফজিলত

Threads
1
Comments
1
Reactions
10
Credits
5
عَنْ أَنَسٍ له قَالَ قَالَ رَسُولُ اللهِ ﷺ مَنْ عَالَ ابْنَتَيْنِ أَوْ ثَلَاثَ بَنَاتٍ أَوْ أُحْتَيْنِ وسطى أَوْ ثَلاثَ أَخَوَاتٍ حَتَّى يَمُتَنَ أَوْ يَمُوتَ عَنْهُنَّ كُنْتُ أَنَا وَهُوَ كَهَاتَيْنِ وَأَشَارُ بِأَصْبُعَيْهِ السَّبَّابَةِ وَالْوُسْطَى.​


আনাস (রাঃ) বলেন, রাসূল (ﷺ) বলেছেন,

যে ব্যক্তি দু'টি অথবা তিনটি কন্যা সন্তান, কিংবা দু'টি অথবা তিনটি বোন তাদের মৃত্যু অথবা বিবাহ কিংবা সাবালিকা হওয়া পর্যন্ত বা ঐ ব্যক্তির মৃত্যু পর্যন্ত যথার্থ প্রতিপালন করে

সে ব্যক্তি আর আমি ক্বিয়ামতের দিন একসাথে থাকব। এই বলে তিনি ইশারা করলেন তার তর্জনী ও মধ্যমা অঙ্গুলিদ্বয়ের দিকে।
(মুসনাদে আহমাদ হা/১২৫২০; সিলসিলা ছহীহাহ হা/২৯৬, সনদ ছহীহ।)
 
Top