সালাফী আকিদা ও মানহাজে - Salafi Forum

Salafi Forum হচ্ছে সালাফী ও সালাফদের আকিদা, মানহাজ শিক্ষায় নিবেদিত একটি সমৃদ্ধ অনলাইন কমিউনিটি ফোরাম। জ্ঞানগর্ভ আলোচনায় নিযুক্ত হউন, সালাফী আলেমদের দিকনির্দেশনা অনুসন্ধান করুন। আপনার ইলম প্রসারিত করুন, আপনার ঈমানকে শক্তিশালী করুন এবং সালাফিদের সাথে দ্বীনি সম্পর্ক গড়ে তুলুন। বিশুদ্ধ আকিদা ও মানহাজের জ্ঞান অর্জন করতে, ও সালাফীদের দৃষ্টিভঙ্গি শেয়ার করতে এবং ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনাকে আলিঙ্গন করতে আজই আমাদের সাথে যোগ দিন।

প্রশ্নোত্তর কতটুকু পেলে জামাত পাওয়া হয়ে যায়?

FORUM BOT

Doing Automated Jobs

Threads
4,150
Comments
4,353
Solutions
1
Reactions
37,773
Credits
24,212
কমপক্ষে এক রাআত পেলেই জামাত পাওয়া গেল বলে গণ্য হবে। (বুখারী: ৫৮০) আর ইমামের সাথে রুকূ ধরতে পারলে ঐ রাআতটি পেয়ে গেল। (বুখারী: ৭৮৩, আবু দাউদ: ৬৮৪) আর রুকূ ধরতে না পারলে অর্থাৎ ইমাম রুকু থেকে মাথা উঠিয়ে ফেললে ঐ রাকআতটি চলে গেল; ফউত হয়ে গেল। এ ব্যাপারে চার মাযহাবের সকলেই একমত। কিন্তু কেউ যদি এক রাকআতও না পায়, কেবল জামাআতের অংশবিশেষ পায় বা আত্তাহিয়াতুর বৈঠক পায় তবে তার জামাত ধরা হলো না। তবে তার উযরের কারণে এবং জামাত ধরার সদিচ্ছার কারণে তিনি জামাআতের সাওয়াব পেয়ে যাবে। (আবু দাউদ: ৫৬৪) তাছাড়া যে ব্যক্তি নিয়মিত জামাআতে সালাত আদায় করে সে ব্যক্তি যদি রোগের কারণে বা সফরে থাকার কারণে জামাত ধরতে না পারে তবুও জামাআতের সাওয়াব পেয়ে যাবে (বুখারী: ২৯৯৬)। এভাবে যেকোন যৌক্তিক কারণে জামাত তরক হলে তারাও জামাআতের সাওয়াব পেতে থাকবেন। (দেখুন বুখারী: ৪৪২৩)।
সূত্র: প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত লেখক: অধ্যাপক মোঃ নূরুল ইসলাম
 
Top