জবাব: একটি হাদীসে রয়েছে, ‘এক দিরহাম পরিমাণ রক্ত লাগলে ধুয়ে ফেলতে হবে এবং পুনরায় সালাত আদায় করতে হবে।' এই হাদীস হানাফীদের দলিল। তারা এ হাদীসের কারণে বলে এক দিরহাম পরিমাণ নাপাকি লাগলে তা নাপাক বলে গণ্য হবে। তবে এটি একটি জাল হাদীস। অতএব, এক দিরহাম পরিমাণ শর্ত করা অগ্রহণযোগ্য ও বাতিল। কাজেই এক দিরহামের কম নাপাকি লাগলেও তা দূর করা ওয়াজিব। কেননা, যেসব হাদীসে নাপাকি থেকে পবিত্রতা অর্জনের আদেশ দেওয়া হয়েছে সেসব হাদীসে এমন কোনো শর্ত করা হয়নি। [সিলসিলাতুয যঈফাহ, ১৪৯]
- ফাতাওয়ায়ে আলবানী, প্রশ্ন নং ৫৫; বিলিভার্স ভিশন পাবলিকেশন্স
- ফাতাওয়ায়ে আলবানী, প্রশ্ন নং ৫৫; বিলিভার্স ভিশন পাবলিকেশন্স
Last edited: