জবাব: হায়েযের পরে ‘আল-কুসসাতুল বায়যা বা পূর্ণ সাদা বর্ণ’ দেখা গেলে সে নারী পবিত্র হয়ে যাবে। অনেক এলাকায় একে ‘তুহর বা পবিত্র’ বলা হয়। ‘আল-কুসসাতুল বায়যা’ মহিলাদের কাছে অতিপরিচিত সাদা রঙের তরল পানি, যা হায়েয শেষে নির্গত হয়। হায়েযের রক্ত নির্গত হওয়া বন্ধ হয়ে গেলে হায়েযের দিন শেষ বলে গণ্য হবে না; যতক্ষণ না আল- কুসসাতুল বায়যা দেখা যায়। (তুরাসুল আলবানী ফিল ফিকহ, ১/৪৯৭)
সূত্রঃ 'ফাতাওয়ায়ে আলবানী' বই থেকে, প্রশ্ন নং ৮২; প্রকাশনীঃ বিলিভার্স ভিশন পাবলিকেশন্স
সূত্রঃ 'ফাতাওয়ায়ে আলবানী' বই থেকে, প্রশ্ন নং ৮২; প্রকাশনীঃ বিলিভার্স ভিশন পাবলিকেশন্স