এতে কোনো ধরনের নিষেধাজ্ঞা নেই। এহেরামের কাপড় অনেক বরকতময়, অনেক ফজিলতপূর্ণ অথবা এই কাপড় দিয়ে কাউকে কাফন দিলে তার কবরে আজাব হবে না, এই কাপড় দিয়ে কাফন করার মধ্যে অতিরিক্ত ফজিলত আছে মনে করা হলে এই কাজটি বেদাত হবে এবং সুন্নাহর পরিপন্থি হবে। যদি এমন হয় যে বাড়িতে আর কোনো কাপড় নেই, শুধু এহেরামের কাপড় রয়েছে, তাহলে এই কাজটি করা জায়েজ হবে। এই কাপড়ের আলাদা মর্যাদা আছে, এই বিশ্বাস করে থাকে তাহলে তিনি গুনাহগার হবেন এবং এই কাজটিও বেদাত হবে।
শাইখ ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।
শাইখ ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।
Last edited by a moderator: