কোনো এক সালাফের ব্যাপারে বর্ণিত আছে যে, তাকে এক লোক বলল, ‘আমাকে উপদেশ দিন।' তিনি বললেন, 'তুমি তোমার থেকে আদম পর্যন্ত তাকিয়ে দেখো, তাদের কোনো চোখ কি তাকাতে পারে?' তিনি বললেন, ‘এটিই তোমার জন্য যথেষ্ট।' (অর্থাৎ সবাই এখন মৃত্যু বরণ করেছে। তোমাকেও একই পরিণতি বরণ করতে হবে।)
– তাসলিয়াতু আহলিল মাসায়িব, পৃষ্ঠা : ৪০
– সবর: মুমিনের সাফল্যের সোপান, শাইখ আব্দুল মালিক আল কাসিম, রুহামা পাবলিকেশন
– তাসলিয়াতু আহলিল মাসায়িব, পৃষ্ঠা : ৪০
– সবর: মুমিনের সাফল্যের সোপান, শাইখ আব্দুল মালিক আল কাসিম, রুহামা পাবলিকেশন
Last edited: