জগদ্বিখ্যাত ফক্বীহ শাইখুল ইসলাম ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক আল-হানাফী আল-সাওরী আল-খোরাসানী (৭২৬-৭৯৭খৃ.) রাহিমাহুল্লাহ'র ইলমের প্রভাব
খোরাসানের এক আগন্তুক, প্রচুর মানুষ তার পিছনে ভিড় করেছে, কারো কারো পা থেকে জুতা ছিন্ন হয়ে পড়েছে, আকাশে ধূলো-বালি উড়ছে। খলীফা হারূনুর রশীদের স্ত্রী প্রাসাদের উপর থেকে বিষয়টি অবলোকন করছিলেন। জিজ্ঞেস করলেন, “ কী হয়েছে? ”
লোকেরা বলল,“ খোরাসান থেকে একজন আলেম এসেছেন, নাম তাঁর ‘আব্দুল্লাহ ইবনুল মুবারক। ”
তখন খলীফার স্ত্রী বলে উঠলেন, “ আল্লাহর কসম! হারূনুর রশীদের রাজত্ব, এটা কোন বাদশাহী নয়; প্রকৃত রাজত্ব ইবনুল মুবারাকের। কেননা হারূনুর রশীদের নিকটে সৈন্য সামন্ত আর পুলিশ বাহিনী ছাড়া কোন লোক জড়ো হয় না। ”
ইমাম আশ‘আছ ইবনু শুবাহ আল-মাছীছী রাহিমাহুল্লাহ
তারিখে বাগদাদ লিল খত্বীব বাগদাদী
খন্ড : ১১
পৃষ্ঠা : ৩৮৮
খোরাসানের এক আগন্তুক, প্রচুর মানুষ তার পিছনে ভিড় করেছে, কারো কারো পা থেকে জুতা ছিন্ন হয়ে পড়েছে, আকাশে ধূলো-বালি উড়ছে। খলীফা হারূনুর রশীদের স্ত্রী প্রাসাদের উপর থেকে বিষয়টি অবলোকন করছিলেন। জিজ্ঞেস করলেন, “ কী হয়েছে? ”
লোকেরা বলল,“ খোরাসান থেকে একজন আলেম এসেছেন, নাম তাঁর ‘আব্দুল্লাহ ইবনুল মুবারক। ”
তখন খলীফার স্ত্রী বলে উঠলেন, “ আল্লাহর কসম! হারূনুর রশীদের রাজত্ব, এটা কোন বাদশাহী নয়; প্রকৃত রাজত্ব ইবনুল মুবারাকের। কেননা হারূনুর রশীদের নিকটে সৈন্য সামন্ত আর পুলিশ বাহিনী ছাড়া কোন লোক জড়ো হয় না। ”
ইমাম আশ‘আছ ইবনু শুবাহ আল-মাছীছী রাহিমাহুল্লাহ
তারিখে বাগদাদ লিল খত্বীব বাগদাদী
খন্ড : ১১
পৃষ্ঠা : ৩৮৮