গুনাইম বিন কাইস (রহ:) বলেন, ইসলাম (পালনের) শুরুর দিকে আমরা একে অপরকে নসীহতের সময় চারটি বিষয়ে আলোচনা করতাম। আমরা বলতাম,
১. যৌবনে আমল করো বার্ধক্যের জন্য,
২. অবসরে আমল করো ব্যস্ততার জন্য,
৩. সুস্থ অবস্থায় আমল করো অসুস্থতার সময়ের জন্য,
৪. জীবিত থাকতে আমল করো মৃত্যুর (পরের সময়ের) জন্য।
--- ইবনুল মুবারাক, আয-যুহদ:৩; আহমাদ, আয-যুহদ: ১৩৭৯; হিলইয়াতুল আউলিয়া: ৬: ১৯৯; শায়খ আহমাদ ফরীদ আাসারটির সনদ সহীহ বলেছেন।
--- বই: সালাফগণের দুনিয়াবিমুখতা, বিলিভার্স ভিশন পাবলিকেশন্স, পৃষ্ঠা: ২৬৪