হাদিস ও হাদিসের ব্যাখ্যা একই পাত্রে নারী ও পুরুষের অযু

Golam RabbyVerified member

Knowledge Sharer
ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
Joined
Jan 3, 2023
Threads
657
Comments
801
Reactions
7,025
হাদীস : আবদুল্লাহ ইবনে উমার (রাদিয়াল্লাহু আনহুমা) হতে বর্ণিত, তিনি বলেন, “রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সময় পুরুষ এবং মহিলা একত্রে (এক পাত্র হতে) অযূ করতেন।

হাদীসের তাখরীজ: সহীহ বুখারী, ১৯৩; মুয়াত্তা মালিক, ১৫; সুনান আবু দাউদ, ৭৯; সুনান নাসায়ী, ৩৪২; সুনান ইবনু মাজাহ, ৩৮১

হাদীসের শিক্ষাসমূহ :

[এক] একটি পানি অথবা হাউজ থেকে নারী-পুরুষ সবাই অযু করতে পারবে। এতে কোনো ধরনের সমস্যা নেই।

[দুই] হাদীসে মূলত নারী ও পুরুষের একসাথে অযূ করার প্রতি ইঙ্গিত করা হয়নি।

[তিন] যে পানি থেকে কোনো নারী অযূ করেছে সে পানি থেকে একজন পুরুষ অথবা পরবর্তীতে যেকোনো ব্যক্তি অযূ করতে পারবে।

[চার] নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সময় পানি সংকটের কারণে একই পানি দিয়ে নারী ও পুরুষগণ অযূ করতেন।

[পাঁচ] পানিতে অযু করার জন্য যদি কেউ হাত প্রবেশ করে থাকেন, এতে পানি তার তুহুরিয়্যাত বা পবিত্রকরণের বৈশিষ্ট্য থেকে মুক্ত হবে না। অর্থাৎ, এ পানি দিয়ে পবিত্রতা অর্জন করা যাবে।

[ছয়] অযূ করার কারণে পানি তার তুহুরিয়াত বা পবিত্রকরণের বৈশিষ্ট্য হারাবে না।

[সাত] নাজাসাত ব্যতীত স্বভাবত পানি অপবিত্র হয় না।

— স্বর্ণালি সনদে বর্ণিত চল্লিশ হাদীস, প্রথম হাদীস; ড. মুহাম্মদ সাইফুল্লাহ; মাকতাবাত আল মুফলিহুন
 
Similar threads Most view View more
Back
Top