Y
Yiakub Abul Kalam
Guest
- Thread Author
- #1
বিশ্বব্যাপী নাস্তিক্যবাদের ক্রমবর্ধমান প্রসার এবং আহলুস সুন্নাহর আকীদা বিরোধী বক্তাদের ক্রমবৃদ্ধি সামাজিক যোগাযোগ মাধ্যমে (যা বোঝা যায়)- এটি আমাদের উপরে সব সাধারণ মানুষের জন্যই বিশেষ করে উঠতি প্রজন্মকে আবশ্যিকভাবে শিখিয়ে পড়িয়ে দেয়ার প্রয়োজনীয়তা অনুভব করায়। পাশাপাশি তাদেরকে এমন কিছু মৌলিক বিষয়াবলী শেখানোর ব্যাপারে আগ্রহী হতে হবে, যেগুলোর মাধ্যমে তারা আল্লাহর অনুমতিক্রমে এইসব বিচ্যুতি থেকে নিরাপদ থাকবে।
উসূলুস সালাসাহ বইটি এইসব প্রয়োজন পূরণ করে দেয়।
শায়খ সুলায়মান আর-রুহায়লী হাফিযাহুল্লাহ।
উসূলুস সালাসাহ বইটি এইসব প্রয়োজন পূরণ করে দেয়।
শায়খ সুলায়মান আর-রুহায়লী হাফিযাহুল্লাহ।