প্রশ্ন ইসলাম গ্রহণ করলে পূর্বের সকল গুনাহ কি মাফ হয়ে যায়?

Joined
Nov 9, 2024
Threads
2
Comments
3
Reactions
32
বেনামাযী ইসলাম গ্রহণ করলে কি পূর্বের সকল গুনাহ মাফ হয়ে যায়? নাকি বান্দার হক মাফ হয় না?এ সম্পর্কে সালাফিদের আক্বিদা কি?
 
Solution
শাইখ ইবনু বায (রহ.) বলেন:
ইসলাম গ্রহণ করলে আল্লাহর হক সম্পর্কিত সব গুনাহ মাফ হয়ে যায়। কিন্তু মানুষের হক সম্পর্কিত দায়-দায়িত্ব বাকি থাকে। তাই সে যদি কারো সম্পদ নিয়ে থাকে তবে ফিরিয়ে দিতে হবে। কারো প্রতি জুলুম করে থাকলে মাফ চাইতে হবে।
(Majmoo‘ Fataawa Ibn Baaz, 7/188)
শাইখ ইবনু উছাইমীন (রহ.) বলেন:
ইসলাম গ্রহণ করলে পূর্বের গুনাহসমূহ মাফ হয়ে যায়, তবে মানুষের হক আল্লাহর কাছে থাকবে যতক্ষণ না সে মাফ করে বা তার হক ফেরত দেওয়া হয়।
(Liqa al-Bab al-Maftooh, no. 234)
আসসালামুয়ালাইকুম প্রিয় ভাই। এই ব্যাপারে কোন মতোভেদ নাই যে, আপনি যদি তাওবা করেন তবে পূর্বের সকল গুনাহ মাফ হয়ে যায়। তবে বান্দার হক মাফ হবেনা।
 
Last edited:
শাইখ ইবনু বায (রহ.) বলেন:
ইসলাম গ্রহণ করলে আল্লাহর হক সম্পর্কিত সব গুনাহ মাফ হয়ে যায়। কিন্তু মানুষের হক সম্পর্কিত দায়-দায়িত্ব বাকি থাকে। তাই সে যদি কারো সম্পদ নিয়ে থাকে তবে ফিরিয়ে দিতে হবে। কারো প্রতি জুলুম করে থাকলে মাফ চাইতে হবে।
(Majmoo‘ Fataawa Ibn Baaz, 7/188)
শাইখ ইবনু উছাইমীন (রহ.) বলেন:
ইসলাম গ্রহণ করলে পূর্বের গুনাহসমূহ মাফ হয়ে যায়, তবে মানুষের হক আল্লাহর কাছে থাকবে যতক্ষণ না সে মাফ করে বা তার হক ফেরত দেওয়া হয়।
(Liqa al-Bab al-Maftooh, no. 234)
 
Solution
আসসালামুয়ালাইকুম প্রিয় ভাই। এই ব্যাপারে কোন মতোভেদ নাই যে, আপনি যদি তাওবা করেন তবে পূর্বের সকল গুনাহ মাফ হয়ে যায়। তবে বান্দার হক মাফ হবেনা।
ওয়ালাইকুম আসসালাম, জাযাকাল্লাহ,,,পূর্বে কোনসময় সে যদি মুসলিম থাকে এবং পরে মুরতাদ হয়ে আবার ইসলামে ফিরে আসে,,তাহলে পূর্বে মুসলিম থাকাবস্থায় যেসব পাপ কাজ করেছিল, কিন্তু যার শাস্তি হয়নি শরিয়্যাহ মোতাবেক (যেমন -বিবাহিত অবস্থায় যেনা করেছিল),,তাহলে ঐ শাস্তি কি পুনরায় ইসলাম গ্রহণের পর পেতে হবে দুনিয়াতে,,আল্লাহ তো তওবা করলে মাফ করে দিবেন,,কিন্তু দুনিয়ার সে শাস্তি কি হবে??
 
ওয়ালাইকুম আসসালাম, জাযাকাল্লাহ,,,পূর্বে কোনসময় সে যদি মুসলিম থাকে এবং পরে মুরতাদ হয়ে আবার ইসলামে ফিরে আসে,,তাহলে পূর্বে মুসলিম থাকাবস্থায় যেসব পাপ কাজ করেছিল, কিন্তু যার শাস্তি হয়নি শরিয়্যাহ মোতাবেক (যেমন -বিবাহিত অবস্থায় যেনা করেছিল),,তাহলে ঐ শাস্তি কি পুনরায় ইসলাম গ্রহণের পর পেতে হবে দুনিয়াতে,,আল্লাহ তো তওবা করলে মাফ করে দিবেন,,কিন্তু দুনিয়ার সে শাস্তি কি হবে??
প্রিয় ভাই এটা কি ঘটেছে। কেন আপনি এই বিষয়ের উপর ছুটাছুটি করছেন। এই বিষয়ে বিচারক কে ফয়সালা করতে দিন। তবে কেউ যদি বাহানা করে শাস্তি থেকে রক্ষা পাওয়ার জন্য মুসলিম-মুরতাদ-মুসলিম হয় তাহলে ১০০% তাকে শাস্তি দেওয়া হবে। هل يلزم المرتد إذا تاب قضاء ما تركه من صيام قبل الردة؟ - الإسلام سؤال وجواب

Weiterleitungshinweis

مذاهب العلماء في مطالبة المرتد إذا أسلم بحقوق العباد
 
Last edited:
Back
Top