আকিদা ইসলামী আকিদার আর কি কি নাম রয়েছে?

Golam Rabby

Knowledge Sharer

ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
Joined
Jan 3, 2023
Threads
1,141
Comments
1,333
Solutions
1
Reactions
12,660
উত্তরঃ যুগে যুগে আহলুস সুন্নাহর আলিমগণ 'আকীদা' শব্দটির পাশাপাশি আবও কিছু সমার্থক শব্দ ব্যবহার করেছেন। তন্মধ্যে কিছু পরিভাষা আহলুস সুন্নাহ কতৃক স্বীকৃত। সেগুলো হলো-

১. ইমান, যেমনঃ কিতাবুল ইমান, ইমাম ইবনে তাইমিয়া (৭২৮ হিজরী)
২. তাওহীদ, যেমনঃ কিতাবুদ তাওহীদ, ইমা ইবনে খুযায়মা (৩১১ হিজরী); কিতাবুদ তাওহীদ, ইবনে সুরাইজ আল বাগদাদী (৩০৬ হিজরী)
৩. সুন্নাহ, যেমনঃ আস সুন্নাহ, ইমাম আহমদ ইবনে হাম্বল (২৪১ হিজরী)
৪. শারীআহ, যেমনঃ কিতাবু আশ শারীআহ, ইমাম আজুররী (৩৬০ হিজরী)
৫. আকীদা, যেমনঃ আল আকীদা, আবু বকর আল খাল্লাল (৩১১ হিজরী)
৬. উসুলুদ্দীন, যেমনঃ উসুলুদ দিয়ানাহ, ইমাম আবুল হাসান আশআরী (৩২৪ হিজরী)
৭. ফিকহুল আকবার, যেমনঃ আল ফিকহুল আকবর, ইমাম আবু হানিফা (১৫০ হিজরী)

তথ্যসূত্রঃ সহীহ ইসলামী আকীদা (ড. মুহাম্মদ সাইফুল্লাহ)
 
Back
Top