• আসসালামু আলাইকুম, আগামী কয়েকদিনের মধ্যে আমাদের ফোরামে মেজর কিছু চেঞ্জ আসবে যার ফলে ফোরামে ১-৩ দিন মেইনটেনেন্স মুডে থাকবে। উক্ত সময়ে আপনাদের সকলকে ধৈর্য ধারণের অনুরোধ জানাচ্ছি।

সালাফী আকিদা ও মানহাজে - Salafi Forum

Salafi Forum হচ্ছে সালাফী ও সালাফদের আকিদা, মানহাজ শিক্ষায় নিবেদিত একটি সমৃদ্ধ অনলাইন কমিউনিটি ফোরাম। জ্ঞানগর্ভ আলোচনায় নিযুক্ত হউন, সালাফী আলেমদের দিকনির্দেশনা অনুসন্ধান করুন। আপনার ইলম প্রসারিত করুন, আপনার ঈমানকে শক্তিশালী করুন এবং সালাফিদের সাথে দ্বীনি সম্পর্ক গড়ে তুলুন। বিশুদ্ধ আকিদা ও মানহাজের জ্ঞান অর্জন করতে, ও সালাফীদের দৃষ্টিভঙ্গি শেয়ার করতে এবং ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনাকে আলিঙ্গন করতে আজই আমাদের সাথে যোগ দিন।

ইলমের প্রকারভেদ

Mohammad Shafin

Salafi

Salafi User
Threads
27
Comments
40
Reactions
446
Credits
207
ইমাম ইয়াহইয়া ইবন আম্মার রহি. বলেন —

❝ইলম পাঁচ প্রকারঃ

• প্রথম ইলম হলো দীনের জীবনীস্বরূপ, এর নাম ইলমুত তাওহীদ।

• দ্বিতীয় ইলম হলো দীনের খাদ্যস্বরূপ, এর নাম ইলমুল ওয়ায ও যিকির।

• তৃতীয় ইলম হলো দীনের ঔষধস্বরূপ, এর নাম ইলমুল ফিকহ।

• চতুর্থ ইলম হলো দীনের রোগস্বরূপ, এটি হলো সালাফদের মাঝে যে সংঘাত হয়েছে তার ইতিহাস।

• পঞ্চম ইলম হলো দীনের ধ্বংসস্বরূপ, এর নাম হলো ইলমুল কালাম বা কালাম শাস্ত্র।❞

ইমাম যাহাবী রহি. বলেন, “ফালসাফা বা দর্শন শাস্ত্র এর সাথেই যুক্ত।”
[সিয়ারু আলামিন নুবালা ১৭/৪৮০]
অর্থাৎ, দর্শন ও কালাম শাস্ত্র দীনকে ধ্বংসকারী।

© ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া হাফি.
 
COMMENTS ARE BELOW
Top