ইমাম ইয়াহইয়া ইবন আম্মার রহি. বলেন —
❝ইলম পাঁচ প্রকারঃ
• প্রথম ইলম হলো দীনের জীবনীস্বরূপ, এর নাম ইলমুত তাওহীদ।
• দ্বিতীয় ইলম হলো দীনের খাদ্যস্বরূপ, এর নাম ইলমুল ওয়ায ও যিকির।
• তৃতীয় ইলম হলো দীনের ঔষধস্বরূপ, এর নাম ইলমুল ফিকহ।
• চতুর্থ ইলম হলো দীনের রোগস্বরূপ, এটি হলো সালাফদের মাঝে যে সংঘাত হয়েছে তার ইতিহাস।
• পঞ্চম ইলম হলো দীনের ধ্বংসস্বরূপ, এর নাম হলো ইলমুল কালাম বা কালাম শাস্ত্র।❞
ইমাম যাহাবী রহি. বলেন, “ফালসাফা বা দর্শন শাস্ত্র এর সাথেই যুক্ত।”
[সিয়ারু আলামিন নুবালা ১৭/৪৮০]
অর্থাৎ, দর্শন ও কালাম শাস্ত্র দীনকে ধ্বংসকারী।
© ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া হাফি.
❝ইলম পাঁচ প্রকারঃ
• প্রথম ইলম হলো দীনের জীবনীস্বরূপ, এর নাম ইলমুত তাওহীদ।
• দ্বিতীয় ইলম হলো দীনের খাদ্যস্বরূপ, এর নাম ইলমুল ওয়ায ও যিকির।
• তৃতীয় ইলম হলো দীনের ঔষধস্বরূপ, এর নাম ইলমুল ফিকহ।
• চতুর্থ ইলম হলো দীনের রোগস্বরূপ, এটি হলো সালাফদের মাঝে যে সংঘাত হয়েছে তার ইতিহাস।
• পঞ্চম ইলম হলো দীনের ধ্বংসস্বরূপ, এর নাম হলো ইলমুল কালাম বা কালাম শাস্ত্র।❞
ইমাম যাহাবী রহি. বলেন, “ফালসাফা বা দর্শন শাস্ত্র এর সাথেই যুক্ত।”
[সিয়ারু আলামিন নুবালা ১৭/৪৮০]
অর্থাৎ, দর্শন ও কালাম শাস্ত্র দীনকে ধ্বংসকারী।
© ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া হাফি.