ইমাম সুফিয়ান সাওরীর কিছু স্মরণীয় উক্তি

Joined
Jan 3, 2023
Threads
773
Comments
923
Reactions
8,150
• ‘মানুষের সামনে এমন এক সময় আসবে, যখন অন্তরগুলো মরে যাবে; কিন্তু দেহগুলো জীবন্ত হয়ে উঠবে।’ — হিলইয়াতুল আউলিয়া, খন্ড : ৭

• ‘কোনো বন্ধু বা মেহমান তোমার বাড়িতে এলে বলবে না, কিছু খাবে? তোমার জন্য খাবারের ব্যবস্থা করব? বরং তোমার সদিচ্ছা থাকলে, কোনো প্রশ্ন না করেই খাবার পরিবেশন করবে। সে খেলে তো হলোই, না খেলে উঠিয়ে ফেলবে।’ — ইহইয়াউ উলুমিদ্দিন, খন্ড : ৩

• ‘আত্মপরিচয় অর্জন করো, মানুষের আলোচনা বা সমালোচনা তোমাকে প্রভাবিত করতে পারবে না।’ — হিলইয়াতুল আউলিয়া, খন্ড : ৬

• ‘মানুষকে দুনিয়ার ধন-ঐশ্বর্য দেওয়ার সঙ্গে সঙ্গে এটাও বলে দেওয়া হয়-সমপরিমাণ দুঃখকষ্টও বুঝে নাও।’ — হিলইয়াতুল আউলিয়া, খন্ড : ৭

• ‘মনে ভালো কিছু করার ইচ্ছা জাগলে, সঙ্গে সঙ্গে করে ফেলবে। শয়তানকে তোমার ও ভালো কাজের মাঝে আড়াল হতে দেবে না।’ — হিলইয়াতুল আউলিয়া, খন্ড : ৭

• ‘মানুষকে আঘাত করে কিংবা খোঁচা দিয়ে কথা বোলো না, তাহলে মানুষের ধারালো জিহ্বা থেকে নিরাপদ থাকতে পারবে। দয়ালু হও, মানুষের প্রিয়পাত্র হতে পারবে।’ — হিলইয়াতুল আউলিয়া, খন্ড : ৭

• ‘ইলম অর্জনের উদ্দেশ্য হলো, আল্লাহকে ভয় করা। এখানেই ইলমের শ্রেষ্ঠত্ব। নয়তো তা আর দশটা বিষয়ের মতোই সাধারণ।’ — হিলইয়াতুল আউলিয়া, খন্ড : ৬

• ‘যদি কারও মধ্যে অনুসরণীয় হওয়ার বা আনুগত্য পাওয়ার উদগ্র বাসনা দেখো, তবে তাকে পেছনে সরিয়ে দাও।’ — হিলইয়াতুল আউলিয়া, খন্ড : ৬

• ‘সুস্বাস্থ্য ও পরিমিত ঘুম পেতে চাইলে, খাওয়ার পরিমাণ কমিয়ে দাও।’ — হিলইয়াতুল আউলিয়া, খন্ড : ৭

• ‘নিম্নমানের আহার গ্রহণ করা এবং অমসৃণ পোশাক পরিধান করা দুনিয়াবিমুখতা নয়। কামনা-বাসনা সীমিত করা এবং মৃত্যুর প্রতীক্ষায় থাকার নামই দুনিয়াবিমুখতা।’ — হিলইয়াতুল আউলিয়া, খন্ড : ৬

• ‘অনেকেই মাঝেমধ্যে আমাকে এমন হাদিস শোনাতে আসে, যা আমি তার জন্মেরও আগে শুনেছি। কিন্তু উত্তম আখলাক আমাকে তার কাছ থেকে হাদিসটি শুনতে উদ্বুদ্ধ করে।’ — আল জারহু ওয়াত তাদিল, খন্ড : ১

• ‘মানুষের উচিত, তার সন্তানদের ইলম অন্বেষণে বাধ্য করা। কেননা এ বিষয়ে সে জিজ্ঞাসিত হবে।’ — সিয়ারু আলামিন নুবালা, খন্ড : ৭

• ‘দুনিয়া ও ক্ষমতা হলো এক প্রকার সংক্রামক ব্যাধি। আলিম হলেন চিকিৎসক। তাই কোনো আলিম যদি স্বেচ্ছায় নিজের মাঝে এই ব্যাধির সংক্রমণ ঘটাতে চায়, তাহলে অন্যের চিকিৎসা করবে কখন?’ — হিলইয়াতুল আউলিয়া, খন্ড : ৬

• ‘আমি চাই, আলিমগণ যেন সুনির্ভর হন। কেননা বিপদাপদ ও মানুষের উদগ্র ধারালো জিহ্বা তাদের দিকেই বেশি ধাবিত হয়।’ — হিলইয়াতুল আউলিয়া, খন্ড : ৬
 
Back
Top