ইমাম সুফিয়ান কর্তৃক সন্দেহযুক্ত মুদ্রা বর্জন

  • Thread Author
বর্ণিত আছে-

মক্কায় অবস্থানকালে একবার তিনি মুদ্রা ব্যবসায়ীর কাছে যান স্বর্ণমুদ্রার বিনিময়ে রৌপ্যমুদ্রা গ্রহণ করতে। ব্যবসায়ীকে একটি মুদ্রা দিতে গিয়ে আরেকটি মুদ্রা তার হাত থেকে মাটিতে পড়ে যায়। তিনি সেটা খুঁজতে গিয়ে দেখেন, সেখানে আরেকটি মুদ্রা পড়ে আছে।

ব্যবসায়ী তাকে বলেন, 'আপনার মুদ্রাটি তুলে নিন।'

তিনি বলেন, 'আমার মুদ্রাটি সুনির্দিষ্টভাবে চিনতে পারছি না।'

ব্যবসায়ী বলল, 'তাহলে যেটায় স্বর্ণের পরিমাণ কম আছে, সেটাই নিন।'

তিনি বলেন, 'মনে হয়, যে মুদ্রায় স্বর্ণের পরিমাণ বেশি আছে, সেটাই আমার।'

এরপর সন্দেহের কারণে তিনি কোনোটাই না নিয়ে চলে আসেন।

– ওয়াফায়াতুল আয়ান, খন্ড: ২
 
Back
Top