ইমাম সুফিয়ান আস সাওরীর বিনয়

  • Thread Author
• খালাফ ইবনু তামিম বলেন, সুফিয়ান আস-সাওরির সাথে আমার প্রথম দেখা হয় মক্কায় একটি হাদিসের মজলিসে। চারপাশে হাদিসের শিক্ষার্থীদের ভিড় দেখে তিনি বলেন, 'ইন্নালিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেখানে মানুষ ইলম অন্বেষণের জন্য আমার মতো লোকের দ্বারস্থ হচ্ছে, সেখানে এই আশঙ্কা অমূলক নয় যে, এই উম্মাহর অন্তিমকাল ঘনিয়ে এসেছে।' [1]

• আলি ইবনু সাবিত বলেন, 'আমি সুফিয়ান আস-সাওরিকে কখনো কোনো মজলিসে সামনের সারিতে বসতে দেখিনি। তিনি দেয়ালের একপাশে নতজানু হয়ে বসে থাকতেন। [2]

• ইমাম আহমাদ ইবনু হাম্বল বলেন, সুফিয়ান আস-সাওরিকে যখন কেউ এসে বলত, 'আমি আপনাকে স্বপ্নে দেখেছি'- তখন তিনি বলতেন, 'যারা আমাকে স্বপ্নে দেখে, তাদের চেয়ে আমি নিজের সম্পর্কে বেশি জানি।'[3]

• একবার তার কাছে একজন লোক এলো। তিনি লোকটিকে বললেন, 'কেন এসেছ?'

সে বলল, 'রোগ-ব্যাধির নিরাময়ের জন্য।'

এ কথা শুনে সুফিয়ান আস-সাওরি বললেন, 'তোমরা তো আমাকে ধ্বংস করে ছাড়বে। আমি নিজেই যেখানে ব্যাধিগ্রস্ত, সেখানে অন্যের চিকিৎসা কীভাবে করব? '[4]

[1] সিয়ারু আলামিন নুবালা, খন্ড: ৭
[2] সিফাতুস সাফওয়া, খন্ড: ৭
[3] সিয়ারু আলামিন নুবালা, খন্ড: ৭
[4] আল ওয়ারা, ইমাম আহমাদ বিন হাম্বাল
 
Back
Top