তিনি বলেন, আল্লাহ বলেন, নূহ আলাইহিস সালামের সন্তান বলেছিল, “অচিরেই আমি পাহাড়ে আশ্রয় নিব, পাহাড় আমাকে পানি থেকে বাঁচাবে।” - ইবন তাইমিয়্যাহ বলেন, এটা হচ্ছে আকল বা বিবেক।
আল্লাহ বলেন, নূহ আলাইহিস সালাম বলেছিলেন, “আল্লাহর আদেশ (ডুবে যাওয়া) থেকে কেউ বাঁচাতে পারবে না, যদি না আল্লাহ রহম করেন।” - ইবন তাইমিয়্যাহ বলেন, এটা হচ্ছে ওহী বা স্রষ্টার বাণী।
আল্লাহ বলেন, “আর বাপ-বেটা উভয়ের মাঝে ঢেউ বাধা হয়ে গিয়েছিল, ফলে সে ডুবন্তদের অন্তর্ভুক্ত হয়েছিল।” - ইবন তাইমিয়্যাহ বলেন, এটা হচ্ছে পরণতি বা ফলাফল।
সুতরাং যে কেউ কুরআন ও সুন্নাহর উপর বিবেককে প্রাধান্য দিবে সে প্রবৃত্তি ও বিদআতের সাগরে ডুবে যাবে, আর যে কেউ বিবেকের দাবী তুলে শরীআত বিরোধিতায় অভ্যস্ত হয়ে যাবে তার অন্তরে ঈমান কখনো সুস্থির হবে না।
আল্লাহ বলেন, নূহ আলাইহিস সালাম বলেছিলেন, “আল্লাহর আদেশ (ডুবে যাওয়া) থেকে কেউ বাঁচাতে পারবে না, যদি না আল্লাহ রহম করেন।” - ইবন তাইমিয়্যাহ বলেন, এটা হচ্ছে ওহী বা স্রষ্টার বাণী।
আল্লাহ বলেন, “আর বাপ-বেটা উভয়ের মাঝে ঢেউ বাধা হয়ে গিয়েছিল, ফলে সে ডুবন্তদের অন্তর্ভুক্ত হয়েছিল।” - ইবন তাইমিয়্যাহ বলেন, এটা হচ্ছে পরণতি বা ফলাফল।
সুতরাং যে কেউ কুরআন ও সুন্নাহর উপর বিবেককে প্রাধান্য দিবে সে প্রবৃত্তি ও বিদআতের সাগরে ডুবে যাবে, আর যে কেউ বিবেকের দাবী তুলে শরীআত বিরোধিতায় অভ্যস্ত হয়ে যাবে তার অন্তরে ঈমান কখনো সুস্থির হবে না।
- ইবন তাইমিয়্যাহ, দারউত তাআরুদ্ব ১/১৭৮।