ইবনে তাইমিয়্যাহ রাহিমাহুল্লাহ সম্পর্কে মোল্লা আলী কারী হানাফির মন্তব্য

  • Thread Author
ইবনে হাজার মাক্কী হায়তামী যখন ইমাম ইবনে তাইমিয়্যাহ ও তাঁর সুযোগ্য ছাত্র ইমাম ইবনুল কাইয়্যিম (রাহিমাহুমুল্লাহ) সম্পর্কে বিরূপ মন্তব্য করেন, তখন তাঁরই ছাত্র ইমাম মোল্লা আলি ক্বারী হানাফী উক্ত বক্তব্যকে প্রত্যাখান করে জবাবে বলেন:

أَنَّهُمَا كَانَا مِنْ أَكَابِرِ أَهْلِ السُّنَّةِ وَالْجَمَاعَةِ، وَمِنْ أَوْلِيَاءِ هَذِهِ الْأُمَّةِ

“নিশ্চয়ই তারা দু'জন আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকাবির ছিলেন এবং এই উম্মতের আল্লাহর ওলিদের অন্তর্ভুক্ত ছিলেন।”

[জামেউল ওয়াসাইল ফি শারহিশ শামাইল ; মোল্লা আলি ক্বারী হানাফি, ১/১৬৮]
 
Similar threads Most view View more
Back
Top