সালাফী আকিদা ও মানহাজে - Salafi Forum

Salafi Forum হচ্ছে সালাফী ও সালাফদের আকিদা, মানহাজ শিক্ষায় নিবেদিত একটি সমৃদ্ধ অনলাইন কমিউনিটি ফোরাম। জ্ঞানগর্ভ আলোচনায় নিযুক্ত হউন, সালাফী আলেমদের দিকনির্দেশনা অনুসন্ধান করুন। আপনার ইলম প্রসারিত করুন, আপনার ঈমানকে শক্তিশালী করুন এবং সালাফিদের সাথে দ্বীনি সম্পর্ক গড়ে তুলুন। বিশুদ্ধ আকিদা ও মানহাজের জ্ঞান অর্জন করতে, ও সালাফীদের দৃষ্টিভঙ্গি শেয়ার করতে এবং ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনাকে আলিঙ্গন করতে আজই আমাদের সাথে যোগ দিন।
FORUM BOT

প্রশ্নোত্তর ইকামাত কিভাবে দেবে? এর শব্দগুলো কী?

FORUM BOT

Doing Automated Jobs

Threads
4,134
Comments
4,353
Solutions
1
Reactions
34,836
Credits
24,212
আযানের শব্দাবলিই ইকামাতের শব্দ। তবে পার্থক্য হলো: আযানের শব্দগুলো যেখানে দুইবার, ইকামাতের ক্ষেত্রে সেখানে বলবে একবার করে। আনাস (রা) বলেছেন, সাহাবী বেলাল (রা)-কে এভাবেই ইকামত দিতে নির্দেশ দেওয়া হয়েছিল। তবে কাদ কা-মাতিস্ সলাহ দু’বার বলবে। (দেখুন বুখারী হাদীস নং ৬০৫, ৬০৬ ও ৬০৭)। অপরদিকে আযানের মতো এ শব্দগুলো দুইবার বলাও জায়েয (আবু দাউদ: ৫০১, ৫০২, নাসাঈ: ৬৩৩), যার প্রচলন রয়েছে বাংলাদেশসহ পার্শ্ববর্তী দেশগুলোতে। তবে উত্তম হলো, ইকামাতের বাক্যগুলো একবার করে বলা। কেননা, এটি বুখারীর হাদীস, দ্বিতীয়ত: বিখ্যাত মুয়াযযিন বেলাল (রা)-কে রাসূলুল্লাহ (স) এভাবেই নির্দেশ দিয়েছিলেন, তৃতীয়ত: এটা অধিকতর বিশুদ্ধ বিধায় আল্লাহর ঘর মক্কা ও মদীনায় যথাক্রমে মসজিদুল হারাম ও মসজিদে নববীতে এভাবেই ইকামাত দেওয়া হয়। সে অনুযায়ী ইকামাত হলো এভাবে: আল্লা-হু আকবার - আল্লা-হু আকবার - [২ বার] আশহাদু আল্ লা ইলা-হা ইল্লাল্লাহ - [১ বার] আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ - [১ বার] হাইয়্যা আলাস্ সলা-হ - [১ বার] হাইয়্যা আলাল ফালা-হ - [১ বার] কাদ কা-মাতিস্ সলাহ - কাদ কা-মাতিস্ সলাহ - [২ বার] আল্লা-হু আকবার - আল্লা-হু আকবার - [২ বার] লা-ইলা-হা ইল্লাল্লা-হ - [১ বার]
সূত্র: প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত লেখক: অধ্যাপক মোঃ নূরুল ইসলাম
 
Top