Doing Automated Jobs
- Joined
- Nov 1, 2022
- Threads
- 4,875
- Comments
- 4,360
- Solutions
- 1
- Reactions
- 62,441
- Thread Author
- #1
এ ব্যাপারে সরাসরি কোন হাদীস নেই। তবে এ সময়ের মধ্যে যেন ওযু-ইস্তিঞ্জা করা যায়, কিছু না কিছু সুন্নাত সালাত আদায় করতে পারে- এ পরিমাণ সময় ব্যবধান রাখা উচিত। এমনকি মাগরিবের সালাতেও। কেননা, রাসূলুল্লাহ (স)-এর যামানায় সাহাবায়ে কিরাম মাগরিবের আযানের পর এবং ইকামাতের আগে দু'রাকআত সুন্নাত সালাত আদায় করতেন। (বুখারী: ৬২৭)। তাছাড়া ইকামাত ও জামাত শুরুর মধ্যেও সামান্য সময় ব্যবধানে কোন অসুবিধা নেই।
সূত্র: প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত লেখক: অধ্যাপক মোঃ নূরুল ইসলাম
সূত্র: প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত লেখক: অধ্যাপক মোঃ নূরুল ইসলাম