মানহাজ আহলুল বিদআহ এর প্রতি কীরূপ আচরণ করতে হবে?

Joined
Jun 16, 2023
Threads
66
Comments
92
Reactions
1,014
আহলুল বিদআহ এর এর সাথে কীরূপ আচরণ করা হবে?

রাসূল সাঃ যেভাবে বলেছেন,

من وقر صاحب بدعة فقد أعان على هدم الإسلام

যে ব্যক্তি কোনো বিদ'আতিকে তাওকীর (সম্মান) করলো সে যেন তাকে ইসলামকে ধ্বংসে সাহায্য করলো।

(আশ শারঈয়াহ লিল আজজুরি, ৫ম খণ্ড, ২৫৪২ পৃঃ, সনদ হাসান) - টিকা সংযোজন - অনুবাদক

ইমাম শাতিবী রাহ. বিভিন্ন দলিলাদি উল্লেখ্য করার পর বলেন, এ সকল আছার থেকে প্রমাণিত হয় যে বিদআতিদের প্রশংসা করা, তাদের তাওকীর করা সব কিছুই তার বিদ'আতের তাযীম করার ন্যায় গণ্য হবে। শরীয়ত আমাদেরকে বিদ'আতিদের অপমান, অপদস্ত, শাস্তি ও ভর্ৎসনা করার আদেশ দিয়েছে। [আল ইতিস্বাম লিল শাতিবী, ১/১৫১]

ইমাম শাতিবী আরো বলেন,

وعلى كل حال فتحيا البدع، وتموت السنن، وهو هدم الإسلام بعينه

যেকোনো ক্ষেত্রেই যখন বিদ'আতের দুয়ার খুলবে আর সুন্নাহ বিলুপ্ত হবে, তখন ইসলাম ধ্বংস হবে। [ঐ]

সালাফ স্বলেহীনের দৃষ্টিভঙ্গি -
আইম্মায়ে কেরাম আহলে বিদ'আত ও ভ্রষ্টদের থেকে দূরে থাকতে ও তাদের সাথে সামান্যতম ইখতিয়ার না রাখার হুকুম দিয়েছেন। তাদের কথাতে গুরুত্ব দেওয়াও তাদের সাথে সহমত হওয়ার নামান্তর।

ইমাম ইয়াহইয়া বিন আবি কাছির রাহ. বলেছেন,

إذا لقيت صاحب بدعة في طريق فخذ في غيره

রাস্তা দিয়ে যাওয়ার সময় সামনে কোনো বিদ'আতিকে দেখলে তুমি অন্য রাস্তায় যাবে।

[আশ শারঈয়াহ লিল আজজুরি, ৫ম খণ্ড, ২৫৪৩ পৃঃ - সনদ হাসান] - টিকা সংযোজন - অনুবাদক

ইমাম ফুযাইল বিন ইয়াদ্ব বলেন,

إن لله ملائكة يطلبون حلق الذكر، فانظر مع من تكون جلستك، لا تكون مع صاحب بدعة؛ فإن الله لا ينظر إليهم، وعلامة النفاق أن يقوم الرجل ويقعد مع صاحب بدعة

আল্লাহ তা'আলার ফেরেস্তাগণ যিকিরের আসরের খোঁজে থাকেন। অতএব, তুমি দেখো তুমি কার সাথে উঠা-বসা করছো, তোমার মজলিসে কোনো বিদ'আতী আছে কিনা। কারণ, আল্লাহ তা'আলা তাদের দিকে ফিরেও তাকান না। আর নিফাকের আলামত এটাই যে কোনো ব্যক্তির উঠা-বসা বিদ'আতীদের সাথে হয়।

[আত ত্বহিরুছ ছালাফি রচিত ত্বুয়্যুরিয়াত, ২/৩১৮ - সনদ হাসান; হিলয়্যাতুল আউলিয়া, ৬/২৬৮ - সনদ সহীহ - টিকা সংযোজন অনুবাদক]

মুহাদ্দিস যুবায়ের আলী যাঈ রাহ. এর অ্যাপ ইসহাতুল হাদিস থেকে অনুদিত।

[ইসহাতুল হাদিস ৫৬/১২৩।]

বঙ্গানুবাদ ও টিকা সংযোজন - সাফিন চৌধুরী।

© The Ideology Of Salaf (On Facebook)
 

Attachments

  • FB_IMG_1686933052804.webp
    FB_IMG_1686933052804.webp
    133.8 KB · Views: 139
Back
Top