আসসালামু আলাইকুম প্রিয় পাঠক
সালাফি ফোরামের পক্ষথেকে সৌভাগ্যবান
দশজন ব্যক্তিকে CWI থেকে প্রকাশিত
আল ফাতওয়া আল হামাউইয়্যাহ আল কুবরা বইটি
সুন্নাহ বুকশপ থেকে প্রি-অর্ডারে
১০০ টাকার করে
দশজনকে কুপন হাদিয়া দেওয়া হবে।
প্রি অর্ডার মুল্য:
৬৫০ টাকার পরিবর্তে
সুন্নাহ বুকশপ থেকে
দশজন ৫৫০ টাকায় বইটি ক্রয় করতে পারবেন ইনশাআল্লাহ।
নিয়মাবলি:
- সুন্নাহ বুকশপকে ভালোবাসি লিখে তারপর এর শেষে ১ - ২০০ এর মধ্যে আপনার পছন্দের যেকোনো একটি নাম্বার কমেন্ট করুন।
• উদাহারণ: সুন্নাহ বুকশপকে ভালোবাসি - ১০১ [এখানে আমার পছন্দের নাম্বার - ১০১ আপনি আপনার পছন্দের নাম্বার দিবেন]
• অথবা এই পোস্টের প্রথম কমেন্টটি দেখুন।
- ১ জন ব্যাক্তি একটি কমেন্ট করতে পারবেন। একাধিক কমেন্ট করলে অংশগ্রহণ বাতিল করা হবে।
- ১ জন ব্যাক্তি একাধিক আইডি খুলে কমেন্ট করলে অংশগ্রহণ বাতিল করা হবে।
- ডুপ্লিকেট আইডি আমাদের ফোরামে সহজেই বের করা যায়। তাই চালাকি করার চেষ্টা করবেন না।
বিজয়ী ঘোষণা:
- লটারির মাধ্যমে দশজন বিজয়ীকে নির্বাচিত করা হবে।
- একই নাম্বার একাধিক জন কমেন্ট করলে প্রথমজনকে বিজয়ী হিসেবে বিবেচিত করা হবে।
- বাজারে বই আসার আসার পর উপযুক্ত সময়ে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে ইনশাআল্লাহ।
- তাই আপনার বন্ধুদের দ্রুত ইনভাইট করুন।
আল্লাহ এই ফোরামে আপনাদের কন্ট্রিবিউশনকে কবুল করুক এবং আপনাদের উত্তম প্রতিদান দিক।