প্রশ্নোত্তর আল্লাহ রাসূলগণকে কেন প্রেরণ করেছেন ?

Joined
Jun 29, 2025
Threads
4,853
Comments
0
Reactions
29,543
প্রশ্ন : আল্লাহ রাসূলগণকে কেন প্রেরণ করেছেন ?


উত্তর : আলহামদুলিল্লাহ্‌।


আল্লাহ তাঁর বান্দাদের তাওহীদ ও ইবাদতের দিকে আহ্বান জানাতে রাসূলগণকে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা বলেন :


وَلَقَدْ بَعَثْنَا فِيْ كُلِّ أُمَّةٍ رَّسُوْلاً أَنِ اعْبُدُوْا اللهَ وَاجْتَنِبُواْ الطَّاغُوْتَ


"আমি প্রত্যেক জাতির কাছে রাসূল পাঠিয়েছি এই জন্য যে, তোমরা আল্লাহর ইবাদত করবে এবং 'ত্বাগুত" বর্জন করবে।" সূরা আন-নাহাল : ৩৬


ত্বাগুত : আল্লাহ ব্যতীত মানুষ সেচ্ছায়-সন্তুষ্টি চিত্তে যার ইবাদত করে, যাকে আহ্বান করে সেই ত্বাগুত।রাসূলুল্লাহ্ (ﷺ) বলেন : "...নাবীগণ ভাই-ভাই...আর তাঁদের দ্বীন এক" অর্থাৎ প্রত্যেক নবী আল্লাহর একত্ববাদের আহ্ বান জানিয়েছেন। (বুখারী - মুসলিম)


আল্লাহ্‌ সবচেয়ে ভালো জানেন।


লেখক : শায়খ মুহাম্মাদ জামীল যাইনু
অনুবাদক : মুহাম্মাদ আব্দুর রব আফ্ ফান
সূত্র : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ, সৌদিআরব
 
Back
Top