আল্লাহর বিধান ছাড়া অন্য বিধান দিয়ে বিচার-এর ব্যাপারে সালাফদের বাণী সমূহ-০৮
ইমাম ইবনুল আরাবী আল-মালিকী রহিমাহুল্লাহ বলেনঃ
"এই হুকুমটা (অবস্থাভেদে) ভিন্ন ভিন্ন হবে:
-শাসক যদি নিজের জারি করা বিধানকে আল্লাহর দেয়া বিধানের মতোই মনে করে, তাহলে তো এটা আল্লাহর বিধানকে পরিবর্তনের নামান্তর। তখন এটা কুফরী হবে।
-আর যদি প্রবৃত্তির তাড়নায় পড়ে ও নাফরমানি বশতঃ করে ফেলে, তাহলে আহলুস সুন্নাহ ওয়াল জামা'আহ-এর "পাপী মুমিনদের গুনাহ মাফের" মূলনীতি অনুযায়ী তার গুনাহ ক্ষমা হবে।"
--[আহকামুল কুরআন, ২/৬২৪]