আলেমগণ নবীদের ওয়ারিস

Yiakub Abul KalamVerified member

Altruistic
Uploader
Exposer
Salafi User
Joined
Dec 7, 2022
Threads
151
Comments
158
Reactions
1,323
শায়খ সালেহ আল-উসয়মী হাফিযাহুল্লাহ বলেনঃ

আলেমগণ নবীদের ওয়ারিস। আর নবীদের মীরাস (তথা রেখে যাওয়া সম্পদ) হচ্ছে: ইলম।

সুতরাং, কোনো ব্যক্তি যদি ইসলামের শৌর্যবীর্য ধরে রাখতে চায়, সে যেন ইলমের প্রচারে লেগে যায় ও মানুষকে এর প্রতি উদ্বুদ্ধ করে; পাশাপাশি মানুষের মাঝে ইলমকে সদা জাগরুক রাখার জন্য তাদের ক্ষেত্রে সহজতামূলক সর্বপ্রকার সাহায্যের সে আঞ্জাম দেবে।

কারণ, ইলম জাগরুক থাকলেই কেবল দ্বীন ও দুনিয়া টিকে থাকবে। আর ইলম যদি হারিয়ে যায়, সবই বিলীন হয়ে যাবে।

(শাইখের টুইটার থেকে)
 
Back
Top