ইমাম বুখারি (রাহি.) “ইমাম বা মুহাদ্দিসের সামনে হাঁটু পেতে বসা” পরিচ্ছেদে বর্ণনা করেন, আনাস ইবনু মালিক (রা.) হতে বর্ণিত। একদা আল্লাহর রাসূল (ﷺ) বের হলেন।... অতঃপর তিনি বারবার বলতে লাগলেন, ‘তোমরা আমাকে প্রশ্ন করো।’ উমার (রা.) তখন জানু পেতে বসে বললেন: ‘আমরা আল্লাহকে প্রতিপালক হিসেবে, ইসলামকে দীন হিসেবে এবং মুহাম্মাদ (ﷺ)-কে নবি হিসেবে সন্তুষ্ট চিত্তে গ্রহণ করে নিয়েছি।’ তিনি এ কথা তিনবার বললেন। [1]
শাইখ রাবি [হাফিযাহুল্লাহ] লিখেছেন:
“আপনি নিজেকে একজন আলিমের সামনে নম্রভাবে উপস্থাপন করতে এবং তাঁর নিকটে হাটুগেড়ে বসে আদবের সাথে ইলম অর্জন করতে পারেন না কীভাবে! আমরা কারো ব্যক্তিত্বকে ভুলত্রুটির ঊর্ধ্বে মনে করি না, আর না আমরা তাদের মর্যাদার ব্যাপারে অতিরঞ্জন করি। বরং আমরা তাদের সাথে আদবের সাথে আচরণ করি। তাদের সম্মান করি। আমরা সুন্নাহপন্থি আলিমদের মর্যাদার স্বীকৃতি দেই, কেননা, নিশ্চয়ই বিদআতপন্থি আলিমরা প্রকৃতপক্ষে আলিমই নন।
সত্যিকারের আলিম হচ্ছেন তাঁরাই যারা আল্লাহর কিতাব সম্পর্কে সুগভীর জ্ঞান রাখেন। অর্থাৎ তাওহীদ ও সুন্নাহর প্রকৃত অনুসারী আলিমগণ। যতক্ষণ পর্যন্ত তাঁরা অন্যদের তথা আহলুল বিদআতদের মতো পরিষ্কার ভুল কথা, বাড়াবাড়ি ও মিথ্যাচার না করেন, ততক্ষণ আমরা অবশ্যই এই আলিমের কাছেই বসব ও তাঁর থেকে শিক্ষা গ্রহণ করব।”[2]
[1] বুখারি, আল-জামিউস সহীহ, হা.৯৩
[2] রাবি, মাজমু’উ, ১:৩৬।