আরবীর বিভিন্ন অসাধারণ টুলস - ১

Joynal Bin TofajjalVerified member

Student Of Knowledge
Forum Staff
Moderator
Uploader
Exposer
HistoryLover
Salafi User
Joined
Nov 25, 2022
Threads
344
Comments
475
Reactions
5,426

আরবীর বিভিন্ন অসাধারণ টুলস​

আসসালামু আলাইকুম। আরবী যারা শিখেন, যারা শিখাচ্ছেন তাদের বিভিন্ন সময়ে বিভিন্ন টুলস এর প্রয়োজন হয়। আমি আমার ক্ষুদ্র আরবী লাইফে যতগুলো টুলস পেয়েছি তার একটা লিস্ট সংক্ষিপ্ত বর্ণনা সহ উপস্থাপন করতে যাচ্ছি যাতে আপনাদের সুবিধা হয়। ইন্টারনেটে আজ পর্যন্ত এরকম কালেকশন পাইনি।আল্লাহর ইচ্ছায় আমি এগুলো একত্রিত করলাম। আল্লাহ্‌র তৌফিক কামনা করছি এবং এর সওয়াবের আশা করছি।
মোট ৩২ টা টুলস দিলাম। যারা আরবী পারেন বা শিখছেন তারা আল্লাহ্‌র শুকরিয়া আদায় করুন এবং ডেভলপারদের জন্য দুয়া করুন। যারা পারেন না তারা লিংকগুলোতে ঢুকে ঢুকে নিজেকে দোষারোপ করুন। এগুলো বাদে অন্য টুলস বা এপের সন্ধান পেলে জানাবেন অবশ্যই। আমিও জানলে এখানে আপডেট করে নিব। সর্বোপরি এই নোটের সর্বাধিক পরিমাণ শেয়ার চাই।

১. আরবী টাইপিং

পিসির জন্যঃ এই লিংকে কিভাবে কি করতে হবে তার বিবরণ সহ সফটওয়্যার পাবেন। Windows Users দের জন্য। উবুন্টু-কুবুন্টু আপনারা খুঁজে নিন :)

মোবাইলের জন্যঃ দুইটা এপ্স দিব। একটা ডেভলপমেন্ট এর পর্যায়ে আছে (বর্ণ) আরেকটির ডেভলপমেন্ট শেষ (রিডমিকের মোড ভার্সন)
বর্ণ (Recommended) : কিছু Bugs রয়ে গিয়েছে কিন্তু এটিই বেস্ট। আমি ইউজ করি। প্লেস্টোরে পাবেন কিন্তু অনেক খুঁজতে হবে। প্লেস্টোর ছাড়া ইন্সটল এর জন্য থার্ড পার্টি এপ ইন্সটল এর পার্মিশন মোবাইলে থাকা লাগবে (কিভাবে করে গুগল-ইউটিউব সার্চ দিলে পেয়ে যাবেন)। আমি দুইটার লিংকই দিচ্ছি।

প্লেস্টোর লিংকঃ Borno: Bangla Keyboard - Apps on Google Play
বর্ণ এক্সটেন্ডেড (এই ভার্সন আমি ইউজ করি)
থার্ড পার্টি এপ লিংকঃ Download Borno 2.1.0.0 | Borno - A FREE Bangla Typing Software

রিডমিক এর মোড ভার্সনঃ এটি যেহেতু মোড ভার্সন তাই প্লেস্টোরে পাবেন না। থার্ড পার্টি এপ ইন্সটল করতে হবে।
এগুলোর সেটিংস এ গিয়ে ঘাটাঘাটি করে নিয়ম গুলো নিজে নিজে শিখে নিন।


২. হাদিসের তাহক্বীক খোঁজা

এইখানে আপনি হাদিসের শব্দ লিখে সার্চ দিলে সংক্ষিপ্ত রেফারেন্স সহ আলেমদের তাহকিক সহ পেয়ে যাবেন। হাদিস সহিহ-যঈফ-মুনকার-জাল সব পেয়ে যাবেন তি সহজেই
পিসির জন্যঃ الباحث الحديثي


৩. কুর’আনী জ্ঞানের বিশাল ভান্ডার

কুর’আনের ৩০টিরও বেশি তাফসির,উলুমুল কুর’আনের বিভিন্ন বই,ডিকশনারী সহ অসংখ্য জিনিসপত্রে পরিপূর্ণ একটি সাইট

৪. কুর’আনের বিভিন্ন তেলাওয়াত মুখস্তের সুবিধা সহ

তেলাওয়াতের পাশাপাশি বাক্যগুলো টেক্সট আকারে হাইলাইট করে দেখায়। রিপিটেশনের সুবিধাও আছে

৫. তাফসীর পড়ে আপনাকে শুনাবে

যারা পড়ার চাইতে শুনতে পছন্দ করেন তাদের উপকারে আসবে

৬. আরবী-বাংলার অসাধারণ ডিকশনারী

প্লেস্টোর এর এই এপের ডেসক্রিপশনে একটি বিকাশ নাম্বার আছে। সে নম্বরে আপনাকে একটি পেমেন্ট করতে হবে এই এপ ইউজ হালাল করার জন্য :)

৭. সবচাইতে সমৃদ্ধ আরবী-আরবী ডিকশনারী

আল-মা’আনী ডিকশনারী আমার লাইফের সবচেয়ে প্রথম আর প্রিয় একটি ডিকশনারী। নিজে নিজে এর ব্যবহার শিখে ফেলুন।

৮. আরবী-ইংলিশ এর সবচাইতে উপকারী ডিকশনারী

অসাধারণ একটি এপ। এখানে আপনি যেকোন ফর্মের ভার্ব দিলে তার বেসিক ফর্ম দেখিয়ে দিবে। যেকোন শব্দ বসালে তার রুট শব্দ দেখিয়ে দিবে। এর অসাধানরত্ব বর্ণনার ভাষা আমার নেই। ওয়াফি আর এই এপ দিয়েই আমি আরবী বই পড়ি :)
মোবাইল এর জন্য থার্ড পার্টি লিংক (সরি প্লেস্টোর এ নেই): https://www.verbace.com/Android (এখন এটি টেম্পোরারি আনএভেইলেবল)

৯. আলেম হওয়ার দিকনির্দেশনা (হিউজ রিসোর্স সহ)

যা যা লাগবে আলেম বা তলিবুল ইলম হতে সব পাবেন। অডিও,ভিডিও,পিডিএফ কি নেই এতে। স্টেজ অনুযায়ী ভাগ করাও আছে

১০. আরবীতে সর্বাধিক সমৃদ্ধ সাইট

ইলমী ক্ষেত্রে রাজা পর্যায়ের এবং মাকতাবাতুশ শামিলার ওয়েব ভার্সন এর চাইতেও অনেক পাওারফুল। ভিতরে ঢুকলেই বুঝবেন।
 
Last edited by a moderator:
Similar threads Most view View more
Back
Top