আরবীর বিভিন্ন অসাধারণ টুলস - ২

Joynal Bin TofajjalVerified member

Student Of Knowledge
Forum Staff
Moderator
Uploader
Exposer
HistoryLover
Salafi User
Joined
Nov 25, 2022
Threads
343
Comments
474
Reactions
5,525

আরবীর বিভিন্ন অসাধারণ টুলস - ২​

১১. ইলমী কুইজ

এখানে আপনি অসংখ্য প্রশ্ন পাবেন যার উত্তর দিয়ে নিজের ইলম যাচাই করতে পারবেন।

১২. বিভিন্ন ক্বারীর তেলাওয়াত

অনেক ক্বারীর মুরাত্তাল তেলাওয়াতও পাবেন

১৩. মুসহাফ অনুযায়ী মুখস্ত যাচাই করার সাইট

মজার সাইট। মুসহাফের লাইনগুলো অদৃশ্য থাকে। ক্লিক দিলে শো করে কিছুক্ষণের জন্য। আবার বিলুপ্ত হয়ে যায়। এটির মেইন উদ্দেশ্য আপনার মুখস্ত যাচাই করা

১৪. কুর’আনের গারীব শব্দগুলোর অর্থ

সংক্ষিপ্ত ব্যাখ্যা সহ নির্ভরযোগ্য বই থেকে নেয়া
পিসিঃ كلمة

১৫. ইলমী মুতুন শুনার সাইট (টেক্সট সহ)

অনেক মুতুনের টেক্সট ফর্মেট সহ শুনতে পারবেন। মুখস্তও করতে পারবেন মনের আনন্দে

১৬. যের-যবর ছাড়া আরবী লেখাকে অটো যের-যবর যুক্ত করার সাইট

অসাধারণ আর্টিফিশিয়াল ইন্টিলিজিন্সের অন্যতম ব্যবহার। মূলত অনেক টেক্সট সার্চ করে এলগরিদম অনুযায়ী আপনাকে রেসাল্ট দিবে

১৭. আরবী দ্রুত ফনেটিক ভাবে টাইপিং

অভ্রর মতো পিসিতেও আরবী লেখুন।যের যবর দেয়া এখানে হাতের মোয়া।

১৮. তাজওয়ীদ শেখার অসাধারণ এপ

ছবি,উচ্চারণ সহ তাজবীদ শেখার এপ। তবে ইংলিশে...

১৯. কুর’আন পড়া ও তাফসীর বোঝার এপ

প্রথমেই সেটিঙ্স এ ঢুকে ভাষা আরবী করুন। নাহয় অনেক ইনফরমেশন আপনাকে দেখাবে না। প্রতিবার এপ ওপেন করলে বিভিন্ন আলেমের কুর’আনী আয়াতের দিকনির্দেশনা দেখাবে।

২০. কুর’আন নিয়ে হিউজ রিসোর্স

কিছু বলার ভাষা নেই। এই সাইট পাবার পর কিছুক্ষনের জন্য হা হয়ে গিয়েছিলাম।

 
Last edited by a moderator:
Similar threads Most view View more
Back
Top