Student Of Knowledge
Forum Staff
Moderator
Uploader
Exposer
HistoryLover
Salafi User
আম্বিয়ার দাওয়াত ''লা ইলাহা ইল্লাল্লাহ'' - আম্বিয়ার দাওয়াত ''লা ইলাহা ইল্লাল্লাহ'' বইয়ের পিডিএফ ফ্রি ডাউনলোড করুন
আল্লাহর রসূল (ﷺ) দ্বীনের তবলীগ এবং উভয় কালেমা (শাহাদাতাইন)এর হক ও দাবী বাতলে দেওয়ার পর এ পৃথিবী ত্যাগ করেছেন। তাঁর পরবর্তীতে নবীগণের পর এ পৃথিবীর সবার চাইতে সেরা গোষ্ঠী তাঁর সাহাবায়ে কিরাম 'লা ইলাহা ইল্লাল্লাহ'র প্রচারের জন্য সারা পৃথিবীতে ছড়িয়ে গেলেন। আর নবী (ﷺ)- এর তরবিয়তী প্রভাব সারা পৃথিবীতে ছেয়ে গেল এবং তার সকল এলাকাতে 'লা ইলাহা ইল্লাল্লাহ'র উচ্চারণকারী সৃষ্টি হয়ে গেল। আলহামদু লিল্লাহ। এই জন্য দাওয়াতী সময়কালের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সময়কাল গণ্য করা হয় দুই খলীফা আবূ বাকর ও উমার (রাম্বিয়াল্লাহু আনহুমা)র সময়কালকে। বিশেষ ক'রে উমার ফারূক (রা:)-এর সময়কালকে শ্রেষ্ঠ মনে করা হয়। কারণ তাঁর আমলে ইসলামী দাওয়াত ও ইলমী প্রচার-প্রসার মোটামুটি সুন্দর হয়ে উঠেছিল।
Read more about this resource...
আল্লাহর রসূল (ﷺ) দ্বীনের তবলীগ এবং উভয় কালেমা (শাহাদাতাইন)এর হক ও দাবী বাতলে দেওয়ার পর এ পৃথিবী ত্যাগ করেছেন। তাঁর পরবর্তীতে নবীগণের পর এ পৃথিবীর সবার চাইতে সেরা গোষ্ঠী তাঁর সাহাবায়ে কিরাম 'লা ইলাহা ইল্লাল্লাহ'র প্রচারের জন্য সারা পৃথিবীতে ছড়িয়ে গেলেন। আর নবী (ﷺ)- এর তরবিয়তী প্রভাব সারা পৃথিবীতে ছেয়ে গেল এবং তার সকল এলাকাতে 'লা ইলাহা ইল্লাল্লাহ'র উচ্চারণকারী সৃষ্টি হয়ে গেল। আলহামদু লিল্লাহ। এই জন্য দাওয়াতী সময়কালের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সময়কাল গণ্য করা হয় দুই খলীফা আবূ বাকর ও উমার (রাম্বিয়াল্লাহু আনহুমা)র সময়কালকে। বিশেষ ক'রে উমার ফারূক (রা:)-এর সময়কালকে শ্রেষ্ঠ মনে করা হয়। কারণ তাঁর আমলে ইসলামী দাওয়াত ও ইলমী প্রচার-প্রসার মোটামুটি সুন্দর হয়ে উঠেছিল।
Read more about this resource...
Attachments
Last edited by a moderator: