সালাফী আকিদা ও মানহাজে - Salafi Forum

Salafi Forum হচ্ছে সালাফী ও সালাফদের আকিদা, মানহাজ শিক্ষায় নিবেদিত একটি সমৃদ্ধ অনলাইন কমিউনিটি ফোরাম। জ্ঞানগর্ভ আলোচনায় নিযুক্ত হউন, সালাফী আলেমদের দিকনির্দেশনা অনুসন্ধান করুন। আপনার ইলম প্রসারিত করুন, আপনার ঈমানকে শক্তিশালী করুন এবং সালাফিদের সাথে দ্বীনি সম্পর্ক গড়ে তুলুন। বিশুদ্ধ আকিদা ও মানহাজের জ্ঞান অর্জন করতে, ও সালাফীদের দৃষ্টিভঙ্গি শেয়ার করতে এবং ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনাকে আলিঙ্গন করতে আজই আমাদের সাথে যোগ দিন।
S

প্রশ্নোত্তর আমি শুনেছি, মহিলারা পুরুষদের জামাত শেষ না হওয়া পর্যন্ত সালাত আদায় করতে পারবে না। এ কথা কি সঠিক?

shipa

Inquisitive

Q&A Master
Salafi User
Threads
347
Comments
400
Reactions
1,810
Credits
2,120
না, এ কথা সঠিক নয়। বরং সঠিক কথা হল, সালাতের সময় হওয়ার সাথে সাথেই কেউ যদি তা আদায় করে তাহলে তা সহিহ হবে-যদিও তখনও আজান না হয় বা মসজিদে জামাত অনুষ্ঠিত না হয়।
মূলত সালাতের সময় হওয়া সালাত শুদ্ধ হওয়ার অন্যতম শর্ত। সুতরাং সালাতের সময় হওয়ার সাথে সাথে সালাত আদায় করলে তা শুদ্ধ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন,
إِنَّ الصَّلَاةَ كَانَتْ عَلَى الْمُؤْمِنِينَ كِتَابًا مَّوْقُوتًا
“নিশ্চয় মুমিনদের উপর ফরজ করা হয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে।" [সূরা নিসা: ১০৩]

সৌদি আরবের স্থায়ী ফতোয়া কমিটিকে প্রশ্ন করা হয় যে, আজানের আগে সালাত পড়লে কবুল হবে কি না?
তারা এর জবাবে বলেন,
تصح صلاة الفرض بعد دخول وقتها ولو كان ذلك قبل الأذان ولا يجوز للشخص أن يصلي قبل دخول الوقت، وإذا صلى قبل دخول الوقت فصلاته غير صحيحة،
"সময় হওয়ার পর ফরজ সালাত আদায় করা বিশুদ্ধ হবে, যদিও তা আজানের আগে পড়া হয়। কারোও জন্যে ওয়াক্ত শুরু হওয়ার আগে সালাত আদায় করা জায়েজ হবে না। যদি কেউ ওয়াক্ত শুরু হওয়ার আগে সালাত পড়ে তাহলে তার সালাত অশুদ্ধ হবে।" [ফাতাওয়া লাজনা দায়েমা (ফতোয়া বিষয়ক স্থায়ী ফতোয়া কমিটি) প্রশ্ন নং ৩৭৮৫, আল মুগনী ২/৪৫]

সুতরাং মহিলারা যে কোনও ওয়াক্তের সালাতের সময় হওয়ার সাথে সাথেই বাড়িতে তা আদায় করে নিতে পারে। আজান হওয়া বা মসজিদে জামাত হওয়া পর্যন্ত অপেক্ষা করার আদৌ প্রয়োজন নাই। অনুরূপভাবে জুমার দিন জোহরের ওয়াক্ত হওয়ার সাথে সাথে তারা বাড়িতে যথারীতি জোহরের সালাত আদায় করতে পারে; জুমার খুতবা অথবা জুমার সালাত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন নেই।

মোটকথা, মসজিদে জামাত অনুষ্ঠিত হওয়া পর্যন্ত মহিলারা বাড়িতে সালাত আদায় করতে পারবে না-এ কথা ভুল ও ভিত্তিহীন। আল্লাহু আলাম।

উত্তর প্রদানে: আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল মাদানী
 
Top