মালিক বিন দিনার (রহিমাহুল্লাহ)-এর ঘরে এক ব্যক্তি চুরি করতে ঢুকল। কিন্তু চোর বেচারা সেখানে নেওয়ার মতো কিছুই পেল না। তখন মালিক (রহিমাহুল্লাহ) তাকে ডেকে বললেন, ‘দুনিয়ার কিছুই তো পেলে না। আখিরাতের কিছু পাওয়ার আগ্রহ আছে?’ চোর বলল, ‘জি হ্যাঁ।’ তিনি বললেন, ‘তাহলে অজু করে দুই রাকআত নামাজ পড়ো।’ চোর ব্যক্তিটি তাই করল এবং নামাজ পড়ার পর তার ঘরেই বাকি রাত কাটিয়ে দিল। অতঃপর মালিক বিন দিনার (রহিমাহুল্লাহ)-এর সাথে সেও ফজরের নামাজ পড়তে বের হলে লোকেরা জিজ্ঞেস করল, ‘এ কে?’ তিনি উত্তর দিলেন, ‘সে আমার বাড়িতে চুরি করতে এসেছিল, কিন্তু আমি তার মন চুরি করে নিয়েছি।’
— আস সিয়ার : ৫/৩৬৩
— আস সিয়ার : ৫/৩৬৩