ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারক (রাহিমাহুল্লাহ) যখন মৃত্যুর দ্বারপ্রান্তে, তখন তার ক্রীতদাস নাসরকে বলেন, 'আমার মাথাটা মাটিতে রাখো।' এতে নাসর কাঁদতে শুরু করে। ইবনুল মুবারক জিজ্ঞেস করেন, 'কী হলো, তুমি কাঁদছ কেন?' সে উত্তরে বলে, 'সাইয়িদি, আপনার ধনসম্পদ ও প্রভাব-প্রতিপত্তির কথা মনে পড়ছে আমার। আপনি চাইলে আজীবন ভোগবিলাসে ডুবে থাকতে পারতেন। কিন্তু কখনোই তা করেননি। আজ সব ছেড়ে নিঃস্ব অবস্থায় এই জনশূন্য মরুভূমিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন'-এই বলে সে আবারও ডুকরে কেঁদে ওঠে। ইবনুল মুবারক তাকে থামিয়ে দিয়ে বলেন, 'রবের কাছে এমনটাই তো প্রার্থনা করতাম আমি-যেন ধনী হয়ে জীবনযাপন করি, আর নিঃস্ব হয়ে মৃত্যুবরণ করি। যাহোক, আমাকে শাহাদাহ পাঠ করাও, আমি নিজ থেকে কথা না বলা পর্যন্ত আর কোনো কথা বলবে না।'
– ইহইয়াউ উলূমিদ্দিন, খন্ড : ৪
– ইহইয়াউ উলূমিদ্দিন, খন্ড : ৪