প্রশ্নঃ আমরা কিভাবে আলেম ও একজন ছাত্রের মাঝে পার্থক্য করব?
উত্তরঃ আল্লাহর কসম, এটা তো একজন আলেম বুঝতে পারে, জাহেলও বুঝতে পারবে। তার চালচলন, ফতোয়া, দারস, আলেমদের পক্ষ থেকে তার প্রশংসা, তার জন্য 'ভালো'র সার্টিফিকেট দেওয়া, প্রভৃতি।
এজন্যই সালাফরা কেউই তাদরীস তথা শিক্ষকতায় লাগতেন না, যতক্ষণ না আলেমরা তাকে অনুমতি দিতেন।
যেমন ইমাম মালেক রহিমাহুল্লাহ, তাকে ৭০ জন আলেম অনুমতি দেওয়ার পরই কেবল ফতোয়া এবং তাদরীস শুরু করেছেন।
ইমাম শাফেয়ী রহিমাহুল্লাহ, তার শায়খরা তাকে অনুমতি ও উদ্বুদ্ধ করার পরই কেবল তিনি (ফতোয়া ও তাদরীসে) প্রয়াসী হয়েছেন। তারা তার মধ্যে ইলমী যোগ্যতা পেয়েছেন। তার মাঝে পাঠদান, ফতোয়া প্রদান, লেখালেখি প্রভৃতির দক্ষতা তারা চাক্ষুষ করেছেন (বিধায় অনুমতি দিয়েছেন)।
এই বিষয়গুলোতেই আলেমরা অন্যদের থেকে আলাদা।"
উত্তর প্রদানে: শায়খ রবী' বিন হাদী আল-মাদখালী হাফিযাহুল্লাহ।
মারহাবান ইয়া ত্বলিবাল ইলম, ৪১৭ পৃষ্ঠা।