সালাফী আকিদা ও মানহাজে - Salafi Forum

Salafi Forum হচ্ছে সালাফী ও সালাফদের আকিদা, মানহাজ শিক্ষায় নিবেদিত একটি সমৃদ্ধ অনলাইন কমিউনিটি ফোরাম। জ্ঞানগর্ভ আলোচনায় নিযুক্ত হউন, সালাফী আলেমদের দিকনির্দেশনা অনুসন্ধান করুন। আপনার ইলম প্রসারিত করুন, আপনার ঈমানকে শক্তিশালী করুন এবং সালাফিদের সাথে দ্বীনি সম্পর্ক গড়ে তুলুন। বিশুদ্ধ আকিদা ও মানহাজের জ্ঞান অর্জন করতে, ও সালাফীদের দৃষ্টিভঙ্গি শেয়ার করতে এবং ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনাকে আলিঙ্গন করতে আজই আমাদের সাথে যোগ দিন।

আব্দুর রহমান ইবনে আওফ (রা:)'র দানশীলতা

রাসূল (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) যখন তাবুক যুদ্ধের সংকল্প করেন, তখন সাহাবীগণকে জিহাদ তহবিলে দান করার নির্দেশ দিলেন। সাহাবীগণ সে আহ্বানে সাড়া দিয়ে প্রত্যেকে সাধ্যমত অর্থ দান করতে থাকলো। এ দানকারীদের মধ্যে আব্দুর রহমান ইবনে আওফ (রাদিআল্লাহু আনহু) ছিলেন অন্যতম। তিনি ২০০ আওকিয়া বা এক বস্তা স্বর্ণখন্ড দান করেন।

তাঁর এ দানের পরিপ্রেক্ষিতে উমর ফারূক (রাদিআল্লাহু আনহু) রাসূল (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-কে বললেন :

‘আব্দুর রহমান তাঁর পরিবারের জন্য কিছুই না রেখে সবকিছু দান করার জন্য তাঁকে গুনাহগার হতে হয় কিনা সে আশঙ্কা করছি।’

রাসূল (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আব্দুর রহমান ইবনে আওফ (রাদিআল্লাহু আনহু)-কে জিজ্ঞেস করেন :

‘আব্দুর রহমান তোমার পরিবারের জন্য কি কিছু রেখে এসেছো? তিনি উত্তর দিলেন, জী হ্যাঁ, যা কিছু দান করেছি তার চেয়ে অনেক বেশি বরং অনেক উত্তম জিনিস পরিবারের জন্য রেখে এসেছি। রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কী পরিমাণ?’

আব্দুর রহমান ইবনে আওফ (রাদিআল্লাহু আনহু) উত্তর দিলেন :

‘আল্লাহ ও তাঁর রাসূল দানকারীর জন্য উত্তম পুরষ্কার, কল্যাণ ও রিযিকের যে ওয়াদা করেছেন, তা-ই।’

— সাহাবীদের আলোকিত জীবন (১ম খন্ড), ড. আবদুর রহমান রাফাত পাশা, সবুজপত্র পাবলিকেশন্স

বি. দ্র : সবুজপত্র পাবলিকেশন্স সালাফী প্রকাশনী নয়। সকলকে সাবধানতা অবলম্বনের অনুরোধ করছি। কোনো বিষয়ে সন্দেহ হলে সম্মানিত সালাফী আলেমদের শরণাপন্ন হোন।
 
Top