ইবনুছ ছুবাইহ্ (রহঃ) বলেন, একবার হাসান বাছরী (রহঃ)-এর কাছে এক ব্যক্তি এসে প্রচন্ড খরা ও অনাবৃষ্টির কথা ব্যক্ত করল। তিনি তাকে বললেন, তুমি আল্লাহর কাছে বেশী বেশী ক্ষমাপ্রার্থনা কর, তাহ’লে বৃষ্টি বর্ষণ হবে। আরেক দিন এক ব্যক্তি তার কাছে দরিদ্রতার অভিযোগ পেশ করল। তিনি তাকে বললেন, আল্লাহর কাছে ক্ষমা চাও, তাহ’লে তিনি তোমাকে সচ্ছলতা দান করবেন। আরেক দিন এক মহিলা তার নিকটে এসে বললেন, ‘আমার জন্য দো‘আ করবেন, যেন আল্লাহ আমাকে সন্তান দান করেন। তিনি বললেন, তুমি আল্লাহর কাছে ইস্তিগফার কর, ক্ষমা চাও, তাহ’লে তিনি তোমাকে সন্তান দান করবেন। আরেক লোক তার কাছে বাগানের অনুর্বরতার কথা ব্যক্ত করলে, তাকেও ক্ষমাপ্রার্থনা করা পরামর্শ দেন। বর্ণনাকারী বলেন, আমরা একদিন তাকে বলেই ফেললাম, আপনি সব অনুযোগকারীকে ক্ষমাপ্রার্থনা করার পরামর্শ দেন কেন? তখন হাসান বাছরী (রহঃ) বলেন, এটা তো আমি নিজের পক্ষ থেকে বলিনি; বরং আল্লাহই বলেছেন। তুমি কি কুরআনের সেই আয়াতগুলো পড়নি? যেখানে আল্লাহ বলেছেন, ‘তোমরা তোমাদের প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা কর। নিশ্চয়ই তিনি অতীব ক্ষমাশীল। তিনি তোমাদের উপর মুষলধারে বারি বর্ষণকারী মেঘমালা প্রেরণ করবেন। তিনি তোমাদের সম্পদ ও সন্তানাদি বৃদ্ধি করে দিবেন এবং তোমাদের জন্য বাগিচাসমূহ সৃষ্টি করবেন ও নদীসমূহ প্রবাহিত করবেন’ (নূহ ৭১/১০-১২)।
--- এলাহী তাওফীক্ব লাভ করবেন কিভাবে? - আব্দুল্লাহ আল-মা‘রূফ
--- এলাহী তাওফীক্ব লাভ করবেন কিভাবে? - আব্দুল্লাহ আল-মা‘রূফ